আসুস বাংলাদেশে উন্মোচন করেছে নতুন প্রজন্মের আরওজি, টাফ ও প্রথমবারের মতো ভি সিরিজের গেমিং ল্যাপটপ। রবিবার সন্ধ্যায় রাজধানীতে ‘আরওজি আনলিশড’ শীর্ষক এক বিশেষ আয়োজনে এই ল্যাপটপগুলো প্রদর্শন করা হয়। ইভেন্টে উপস্থিত ছিলেন গেমার, প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট ক্রিয়েটররা।
এবারের ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। ইভেন্টে অংশগ্রহণকারীরা সরাসরি ল্যাপটপগুলো ব্যবহার করে দেখার সুযোগ পান।
আরওজি সিরিজ আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ছিল ইভেন্টের মূল আকর্ষণ। ডেস্কটপ মানের এই ল্যাপটপটিতে রয়েছে আরটিএক্স ৫০৯০ জিপিইউ ও ১৮ ইঞ্চির বিশাল ডিসপ্লে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। এছাড়া আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপের দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে। জনপ্রিয় জেফাইরাস জি১৪ ও জি১৬ মডেলও প্রদর্শিত হয়, যেগুলোর দাম যথাক্রমে ৩ লাখ ৩২ হাজার ও ৩ লাখ ৮৮ হাজার টাকা।
টাফ সিরিজ টাফ গেমিং সিরিজে উন্মোচিত হয় এ১৪, এ১৬ ও এফ১৬ মডেল। এগুলোতে ব্যবহার করা হয়েছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। দাম শুরু হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা থেকে। এ১৪ মডেলের মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা, আর এ১৬ এর দাম ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
নতুন ভি সিরিজ প্রথমবারের মতো বাংলাদেশে আসুস নিয়ে এসেছে ভি সিরিজের গেমিং ল্যাপটপ। ভি১৬ (ভি৩৬০৭) মডেলটিতে আছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর, আরটিএক্স ৫০৫০ জিপিইউ ও ১৬ ইঞ্চির ১৪৪ হার্টজ ডিসপ্লে। আধুনিক নকশার এই ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা।
বিশেষত্ব সব ল্যাপটপেই ব্যবহৃত হয়েছে এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ, যা দারুণ গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি সাপোর্ট করে। ফলে গেমিং ছাড়াও ডিজাইন, ভিডিও এডিটিংসহ বিভিন্ন পেশাগত কাজে এগুলো কার্যকর হবে।
আসুস জানিয়েছে, বাংলাদেশের গেমার ও ব্যবহারকারীদের জন্য ভবিষ্যতের প্রযুক্তি পৌঁছে দিতেই নতুন ল্যাপটপগুলো বাজারে আনা হয়েছে।
আসুস বাংলাদেশে উন্মোচন করেছে নতুন প্রজন্মের আরওজি, টাফ ও প্রথমবারের মতো ভি সিরিজের গেমিং ল্যাপটপ। রবিবার সন্ধ্যায় রাজধানীতে ‘আরওজি আনলিশড’ শীর্ষক এক বিশেষ আয়োজনে এই ল্যাপটপগুলো প্রদর্শন করা হয়। ইভেন্টে উপস্থিত ছিলেন গেমার, প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট ক্রিয়েটররা।
এবারের ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। ইভেন্টে অংশগ্রহণকারীরা সরাসরি ল্যাপটপগুলো ব্যবহার করে দেখার সুযোগ পান।
আরওজি সিরিজ আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ছিল ইভেন্টের মূল আকর্ষণ। ডেস্কটপ মানের এই ল্যাপটপটিতে রয়েছে আরটিএক্স ৫০৯০ জিপিইউ ও ১৮ ইঞ্চির বিশাল ডিসপ্লে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। এছাড়া আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপের দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে। জনপ্রিয় জেফাইরাস জি১৪ ও জি১৬ মডেলও প্রদর্শিত হয়, যেগুলোর দাম যথাক্রমে ৩ লাখ ৩২ হাজার ও ৩ লাখ ৮৮ হাজার টাকা।
টাফ সিরিজ টাফ গেমিং সিরিজে উন্মোচিত হয় এ১৪, এ১৬ ও এফ১৬ মডেল। এগুলোতে ব্যবহার করা হয়েছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। দাম শুরু হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা থেকে। এ১৪ মডেলের মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা, আর এ১৬ এর দাম ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
নতুন ভি সিরিজ প্রথমবারের মতো বাংলাদেশে আসুস নিয়ে এসেছে ভি সিরিজের গেমিং ল্যাপটপ। ভি১৬ (ভি৩৬০৭) মডেলটিতে আছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর, আরটিএক্স ৫০৫০ জিপিইউ ও ১৬ ইঞ্চির ১৪৪ হার্টজ ডিসপ্লে। আধুনিক নকশার এই ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা।
বিশেষত্ব সব ল্যাপটপেই ব্যবহৃত হয়েছে এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ, যা দারুণ গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি সাপোর্ট করে। ফলে গেমিং ছাড়াও ডিজাইন, ভিডিও এডিটিংসহ বিভিন্ন পেশাগত কাজে এগুলো কার্যকর হবে।
আসুস জানিয়েছে, বাংলাদেশের গেমার ও ব্যবহারকারীদের জন্য ভবিষ্যতের প্রযুক্তি পৌঁছে দিতেই নতুন ল্যাপটপগুলো বাজারে আনা হয়েছে।
আসুস বাংলাদেশে উন্মোচন করেছে নতুন প্রজন্মের আরওজি, টাফ ও প্রথমবারের মতো ভি সিরিজের গেমিং ল্যাপটপ। রবিবার সন্ধ্যায় রাজধানীতে ‘আরওজি আনলিশড’ শীর্ষক এক বিশেষ আয়োজনে এই ল্যাপটপগুলো প্রদর্শন করা হয়। ইভেন্টে উপস্থিত ছিলেন গেমার, প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট ক্রিয়েটররা।
এবারের ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। ইভেন্টে অংশগ্রহণকারীরা সরাসরি ল্যাপটপগুলো ব্যবহার করে দেখার সুযোগ পান।
আরওজি সিরিজ আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ছিল ইভেন্টের মূল আকর্ষণ। ডেস্কটপ মানের এই ল্যাপটপটিতে রয়েছে আরটিএক্স ৫০৯০ জিপিইউ ও ১৮ ইঞ্চির বিশাল ডিসপ্লে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। এছাড়া আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপের দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে। জনপ্রিয় জেফাইরাস জি১৪ ও জি১৬ মডেলও প্রদর্শিত হয়, যেগুলোর দাম যথাক্রমে ৩ লাখ ৩২ হাজার ও ৩ লাখ ৮৮ হাজার টাকা।
টাফ সিরিজ টাফ গেমিং সিরিজে উন্মোচিত হয় এ১৪, এ১৬ ও এফ১৬ মডেল। এগুলোতে ব্যবহার করা হয়েছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। দাম শুরু হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা থেকে। এ১৪ মডেলের মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা, আর এ১৬ এর দাম ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
নতুন ভি সিরিজ প্রথমবারের মতো বাংলাদেশে আসুস নিয়ে এসেছে ভি সিরিজের গেমিং ল্যাপটপ। ভি১৬ (ভি৩৬০৭) মডেলটিতে আছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর, আরটিএক্স ৫০৫০ জিপিইউ ও ১৬ ইঞ্চির ১৪৪ হার্টজ ডিসপ্লে। আধুনিক নকশার এই ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা।
বিশেষত্ব সব ল্যাপটপেই ব্যবহৃত হয়েছে এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ, যা দারুণ গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি সাপোর্ট করে। ফলে গেমিং ছাড়াও ডিজাইন, ভিডিও এডিটিংসহ বিভিন্ন পেশাগত কাজে এগুলো কার্যকর হবে।
আসুস জানিয়েছে, বাংলাদেশের গেমার ও ব্যবহারকারীদের জন্য ভবিষ্যতের প্রযুক্তি পৌঁছে দিতেই নতুন ল্যাপটপগুলো বাজারে আনা হয়েছে।
আসুস বাংলাদেশে উন্মোচন করেছে নতুন প্রজন্মের আরওজি, টাফ ও প্রথমবারের মতো ভি সিরিজের গেমিং ল্যাপটপ। রবিবার সন্ধ্যায় রাজধানীতে ‘আরওজি আনলিশড’ শীর্ষক এক বিশেষ আয়োজনে এই ল্যাপটপগুলো প্রদর্শন করা হয়। ইভেন্টে উপস্থিত ছিলেন গেমার, প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট ক্রিয়েটররা।
এবারের ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। ইভেন্টে অংশগ্রহণকারীরা সরাসরি ল্যাপটপগুলো ব্যবহার করে দেখার সুযোগ পান।
আরওজি সিরিজ আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ছিল ইভেন্টের মূল আকর্ষণ। ডেস্কটপ মানের এই ল্যাপটপটিতে রয়েছে আরটিএক্স ৫০৯০ জিপিইউ ও ১৮ ইঞ্চির বিশাল ডিসপ্লে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। এছাড়া আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপের দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে। জনপ্রিয় জেফাইরাস জি১৪ ও জি১৬ মডেলও প্রদর্শিত হয়, যেগুলোর দাম যথাক্রমে ৩ লাখ ৩২ হাজার ও ৩ লাখ ৮৮ হাজার টাকা।
টাফ সিরিজ টাফ গেমিং সিরিজে উন্মোচিত হয় এ১৪, এ১৬ ও এফ১৬ মডেল। এগুলোতে ব্যবহার করা হয়েছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। দাম শুরু হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা থেকে। এ১৪ মডেলের মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা, আর এ১৬ এর দাম ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
নতুন ভি সিরিজ প্রথমবারের মতো বাংলাদেশে আসুস নিয়ে এসেছে ভি সিরিজের গেমিং ল্যাপটপ। ভি১৬ (ভি৩৬০৭) মডেলটিতে আছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর, আরটিএক্স ৫০৫০ জিপিইউ ও ১৬ ইঞ্চির ১৪৪ হার্টজ ডিসপ্লে। আধুনিক নকশার এই ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা।
বিশেষত্ব সব ল্যাপটপেই ব্যবহৃত হয়েছে এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ, যা দারুণ গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি সাপোর্ট করে। ফলে গেমিং ছাড়াও ডিজাইন, ভিডিও এডিটিংসহ বিভিন্ন পেশাগত কাজে এগুলো কার্যকর হবে।
আসুস জানিয়েছে, বাংলাদেশের গেমার ও ব্যবহারকারীদের জন্য ভবিষ্যতের প্রযুক্তি পৌঁছে দিতেই নতুন ল্যাপটপগুলো বাজারে আনা হয়েছে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!