ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে দাবি করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হতাহতের জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করেন। তার ভাষ্য অনুযায়ী, এসব গোষ্ঠী সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ‘নিরপরাধ ইরানিদের’ হত্যা করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ইরানের কুর্দি-অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে এবং অতীতেও সেখানে একাধিকবার বড় ধরনের অস্থিরতা দেখা গেছে।
এদিকে শনিবার (১৭ জানুয়ারি) দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, সরকারবিরোধী আন্দোলন দমনে সহিংসতায় অন্তত ৩ হাজার ৯০ জন নিহত হয়েছেন।
দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বারবার বিচ্ছিন্ন থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে দাবি করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হতাহতের জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করেন। তার ভাষ্য অনুযায়ী, এসব গোষ্ঠী সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ‘নিরপরাধ ইরানিদের’ হত্যা করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ইরানের কুর্দি-অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে এবং অতীতেও সেখানে একাধিকবার বড় ধরনের অস্থিরতা দেখা গেছে।
এদিকে শনিবার (১৭ জানুয়ারি) দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, সরকারবিরোধী আন্দোলন দমনে সহিংসতায় অন্তত ৩ হাজার ৯০ জন নিহত হয়েছেন।
দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বারবার বিচ্ছিন্ন থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে দাবি করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হতাহতের জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করেন। তার ভাষ্য অনুযায়ী, এসব গোষ্ঠী সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ‘নিরপরাধ ইরানিদের’ হত্যা করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ইরানের কুর্দি-অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে এবং অতীতেও সেখানে একাধিকবার বড় ধরনের অস্থিরতা দেখা গেছে।
এদিকে শনিবার (১৭ জানুয়ারি) দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, সরকারবিরোধী আন্দোলন দমনে সহিংসতায় অন্তত ৩ হাজার ৯০ জন নিহত হয়েছেন।
দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বারবার বিচ্ছিন্ন থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে দাবি করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হতাহতের জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করেন। তার ভাষ্য অনুযায়ী, এসব গোষ্ঠী সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ‘নিরপরাধ ইরানিদের’ হত্যা করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ইরানের কুর্দি-অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে এবং অতীতেও সেখানে একাধিকবার বড় ধরনের অস্থিরতা দেখা গেছে।
এদিকে শনিবার (১৭ জানুয়ারি) দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, সরকারবিরোধী আন্দোলন দমনে সহিংসতায় অন্তত ৩ হাজার ৯০ জন নিহত হয়েছেন।
দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বারবার বিচ্ছিন্ন থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!