বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যবসায়িক প্রচার ও প্রোমোশনের হাতিয়ারেও পরিণত হয়েছে। তবে এতে বেড়েছে স্প্যাম ও অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ, যা ব্যবহারকারীদের বিরক্ত করছে। এবার এসব অনাকাঙ্ক্ষিত মেসেজ ঠেকাতে নতুন নিয়ম আনছে হোয়াটসঅ্যাপ।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে এই নতুন ফিচারটি চালু করা হবে।
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ পরীক্ষামূলকভাবে মাসিক মেসেজ সীমা নির্ধারণ করছে। বিশেষ করে যারা কনট্যাক্ট লিস্টের বাইরে থাকা মানুষ বা গ্রাহকদের মেসেজ পাঠান, তাদের জন্যই এই সীমা প্রযোজ্য হবে।
যদিও এখনও নির্দিষ্ট করে বলা হয়নি, কত সংখ্যক মেসেজ পাঠানোর পর ব্যবহারকারীকে থামিয়ে দেওয়া হবে। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সীমা নির্ধারণ করে বর্তমানে পরীক্ষা চালানো হচ্ছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বন্ধু বা পরিবারের সঙ্গে ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে এই নিয়মের কোনো প্রভাব পড়বে না। মূল লক্ষ্য হলো স্প্যাম মেসেজ কমানো ও ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করা।
বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যবসায়িক প্রচার ও প্রোমোশনের হাতিয়ারেও পরিণত হয়েছে। তবে এতে বেড়েছে স্প্যাম ও অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ, যা ব্যবহারকারীদের বিরক্ত করছে। এবার এসব অনাকাঙ্ক্ষিত মেসেজ ঠেকাতে নতুন নিয়ম আনছে হোয়াটসঅ্যাপ।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে এই নতুন ফিচারটি চালু করা হবে।
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ পরীক্ষামূলকভাবে মাসিক মেসেজ সীমা নির্ধারণ করছে। বিশেষ করে যারা কনট্যাক্ট লিস্টের বাইরে থাকা মানুষ বা গ্রাহকদের মেসেজ পাঠান, তাদের জন্যই এই সীমা প্রযোজ্য হবে।
যদিও এখনও নির্দিষ্ট করে বলা হয়নি, কত সংখ্যক মেসেজ পাঠানোর পর ব্যবহারকারীকে থামিয়ে দেওয়া হবে। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সীমা নির্ধারণ করে বর্তমানে পরীক্ষা চালানো হচ্ছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বন্ধু বা পরিবারের সঙ্গে ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে এই নিয়মের কোনো প্রভাব পড়বে না। মূল লক্ষ্য হলো স্প্যাম মেসেজ কমানো ও ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করা।
বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যবসায়িক প্রচার ও প্রোমোশনের হাতিয়ারেও পরিণত হয়েছে। তবে এতে বেড়েছে স্প্যাম ও অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ, যা ব্যবহারকারীদের বিরক্ত করছে। এবার এসব অনাকাঙ্ক্ষিত মেসেজ ঠেকাতে নতুন নিয়ম আনছে হোয়াটসঅ্যাপ।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে এই নতুন ফিচারটি চালু করা হবে।
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ পরীক্ষামূলকভাবে মাসিক মেসেজ সীমা নির্ধারণ করছে। বিশেষ করে যারা কনট্যাক্ট লিস্টের বাইরে থাকা মানুষ বা গ্রাহকদের মেসেজ পাঠান, তাদের জন্যই এই সীমা প্রযোজ্য হবে।
যদিও এখনও নির্দিষ্ট করে বলা হয়নি, কত সংখ্যক মেসেজ পাঠানোর পর ব্যবহারকারীকে থামিয়ে দেওয়া হবে। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সীমা নির্ধারণ করে বর্তমানে পরীক্ষা চালানো হচ্ছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বন্ধু বা পরিবারের সঙ্গে ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে এই নিয়মের কোনো প্রভাব পড়বে না। মূল লক্ষ্য হলো স্প্যাম মেসেজ কমানো ও ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করা।
বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যবসায়িক প্রচার ও প্রোমোশনের হাতিয়ারেও পরিণত হয়েছে। তবে এতে বেড়েছে স্প্যাম ও অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ, যা ব্যবহারকারীদের বিরক্ত করছে। এবার এসব অনাকাঙ্ক্ষিত মেসেজ ঠেকাতে নতুন নিয়ম আনছে হোয়াটসঅ্যাপ।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে এই নতুন ফিচারটি চালু করা হবে।
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ পরীক্ষামূলকভাবে মাসিক মেসেজ সীমা নির্ধারণ করছে। বিশেষ করে যারা কনট্যাক্ট লিস্টের বাইরে থাকা মানুষ বা গ্রাহকদের মেসেজ পাঠান, তাদের জন্যই এই সীমা প্রযোজ্য হবে।
যদিও এখনও নির্দিষ্ট করে বলা হয়নি, কত সংখ্যক মেসেজ পাঠানোর পর ব্যবহারকারীকে থামিয়ে দেওয়া হবে। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সীমা নির্ধারণ করে বর্তমানে পরীক্ষা চালানো হচ্ছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বন্ধু বা পরিবারের সঙ্গে ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে এই নিয়মের কোনো প্রভাব পড়বে না। মূল লক্ষ্য হলো স্প্যাম মেসেজ কমানো ও ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করা।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!