সুপার ফোরে জয় দিয়ে শুভসূচনা টাইগারদের সারাদিন ডেস্ক প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
শেষ ওভারের রোমাঞ্চ জয়ে রূপান্তর করে এশিয়া কাপের সুপার ফোর পর্বে শুভসূচনা করল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালের সমীকরণে একধাপ এগিয়ে গেল টাইগাররা।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা ধাক্কা খেলেও সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও শেষ দিকে নাসুম আহমেদের সাহসী ইনিংসে জয় পায় বাংলাদেশ।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। প্রথম বলেই দাসুন শানাকার ডেলিভারি বাউন্ডারিতে পাঠিয়ে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। তবে এরপর টানা দুই উইকেট হারিয়ে চাপ বাড়লেও পঞ্চম বলে কাঙ্ক্ষিত রান তুলে নেন নাসুম।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ঝড়ো সূচনার পর মাঝপথে থেমে যায় লঙ্কান ব্যাটিং। তবে শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকার অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পায় তারা।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩ উইকেট নেন ১৯ রানে। শেখ মেহেদী শিকার করেন ২টি।
বাংলাদেশের ব্যাটিংয়ে আলো ছড়ান সাইফ হাসান (৪৫ বলে ৬১) ও তাওহিদ হৃদয় (৩৭ বলে ৫৮)। হৃদয় ব্যক্তিগত ইনিংসে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে চতুর্থ ফিফটির পাশাপাশি ছুঁয়েছেন এক হাজার রানের মাইলফলকও।
আগামী ২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ভারত। সেমিফাইনালের সমীকরণ উজ্জ্বল রাখতে এই ম্যাচে জয় ভীষণ গুরুত্বপূর্ণ হবে টাইগারদের জন্য।
সুপার ফোরে জয় দিয়ে শুভসূচনা টাইগারদের সারাদিন ডেস্ক প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
শেষ ওভারের রোমাঞ্চ জয়ে রূপান্তর করে এশিয়া কাপের সুপার ফোর পর্বে শুভসূচনা করল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালের সমীকরণে একধাপ এগিয়ে গেল টাইগাররা।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা ধাক্কা খেলেও সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও শেষ দিকে নাসুম আহমেদের সাহসী ইনিংসে জয় পায় বাংলাদেশ।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। প্রথম বলেই দাসুন শানাকার ডেলিভারি বাউন্ডারিতে পাঠিয়ে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। তবে এরপর টানা দুই উইকেট হারিয়ে চাপ বাড়লেও পঞ্চম বলে কাঙ্ক্ষিত রান তুলে নেন নাসুম।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ঝড়ো সূচনার পর মাঝপথে থেমে যায় লঙ্কান ব্যাটিং। তবে শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকার অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পায় তারা।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩ উইকেট নেন ১৯ রানে। শেখ মেহেদী শিকার করেন ২টি।
বাংলাদেশের ব্যাটিংয়ে আলো ছড়ান সাইফ হাসান (৪৫ বলে ৬১) ও তাওহিদ হৃদয় (৩৭ বলে ৫৮)। হৃদয় ব্যক্তিগত ইনিংসে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে চতুর্থ ফিফটির পাশাপাশি ছুঁয়েছেন এক হাজার রানের মাইলফলকও।
আগামী ২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ভারত। সেমিফাইনালের সমীকরণ উজ্জ্বল রাখতে এই ম্যাচে জয় ভীষণ গুরুত্বপূর্ণ হবে টাইগারদের জন্য।
সুপার ফোরে জয় দিয়ে শুভসূচনা টাইগারদের সারাদিন ডেস্ক প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
শেষ ওভারের রোমাঞ্চ জয়ে রূপান্তর করে এশিয়া কাপের সুপার ফোর পর্বে শুভসূচনা করল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালের সমীকরণে একধাপ এগিয়ে গেল টাইগাররা।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা ধাক্কা খেলেও সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও শেষ দিকে নাসুম আহমেদের সাহসী ইনিংসে জয় পায় বাংলাদেশ।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। প্রথম বলেই দাসুন শানাকার ডেলিভারি বাউন্ডারিতে পাঠিয়ে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। তবে এরপর টানা দুই উইকেট হারিয়ে চাপ বাড়লেও পঞ্চম বলে কাঙ্ক্ষিত রান তুলে নেন নাসুম।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ঝড়ো সূচনার পর মাঝপথে থেমে যায় লঙ্কান ব্যাটিং। তবে শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকার অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পায় তারা।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩ উইকেট নেন ১৯ রানে। শেখ মেহেদী শিকার করেন ২টি।
বাংলাদেশের ব্যাটিংয়ে আলো ছড়ান সাইফ হাসান (৪৫ বলে ৬১) ও তাওহিদ হৃদয় (৩৭ বলে ৫৮)। হৃদয় ব্যক্তিগত ইনিংসে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে চতুর্থ ফিফটির পাশাপাশি ছুঁয়েছেন এক হাজার রানের মাইলফলকও।
আগামী ২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ভারত। সেমিফাইনালের সমীকরণ উজ্জ্বল রাখতে এই ম্যাচে জয় ভীষণ গুরুত্বপূর্ণ হবে টাইগারদের জন্য।
সুপার ফোরে জয় দিয়ে শুভসূচনা টাইগারদের সারাদিন ডেস্ক প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
শেষ ওভারের রোমাঞ্চ জয়ে রূপান্তর করে এশিয়া কাপের সুপার ফোর পর্বে শুভসূচনা করল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালের সমীকরণে একধাপ এগিয়ে গেল টাইগাররা।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা ধাক্কা খেলেও সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও শেষ দিকে নাসুম আহমেদের সাহসী ইনিংসে জয় পায় বাংলাদেশ।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। প্রথম বলেই দাসুন শানাকার ডেলিভারি বাউন্ডারিতে পাঠিয়ে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। তবে এরপর টানা দুই উইকেট হারিয়ে চাপ বাড়লেও পঞ্চম বলে কাঙ্ক্ষিত রান তুলে নেন নাসুম।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ঝড়ো সূচনার পর মাঝপথে থেমে যায় লঙ্কান ব্যাটিং। তবে শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকার অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পায় তারা।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩ উইকেট নেন ১৯ রানে। শেখ মেহেদী শিকার করেন ২টি।
বাংলাদেশের ব্যাটিংয়ে আলো ছড়ান সাইফ হাসান (৪৫ বলে ৬১) ও তাওহিদ হৃদয় (৩৭ বলে ৫৮)। হৃদয় ব্যক্তিগত ইনিংসে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে চতুর্থ ফিফটির পাশাপাশি ছুঁয়েছেন এক হাজার রানের মাইলফলকও।
আগামী ২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ভারত। সেমিফাইনালের সমীকরণ উজ্জ্বল রাখতে এই ম্যাচে জয় ভীষণ গুরুত্বপূর্ণ হবে টাইগারদের জন্য।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!