
দলীয় মনোনয়নকে কেন্দ্র করে কোনো বিভাজনে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও মনোনয়ন একজনকেই দেওয়া হবে। তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে অংশ নেওয়া নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক রহমান বলেন, বিএনপি একটি পরিবার। এটাকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ রাখা সকলের দায়িত্ব। খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়া কারাগারে থাকতে পারেন, আমরা কেন সামান্য ত্যাগ করব না? এ সময় উপস্থিত অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।
বৈঠকে জানানো হয়-আগামী সপ্তাহেই কমবেশি ২০০ আসনে একক প্রার্থীর তালিকা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। মনোনীত প্রার্থীদের জন্য আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
তারেক রহমান নির্বাচনকে ঘিরে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত তৈরির নির্দেশ দেন।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে রোববার রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে কোনো বিভাজনে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও মনোনয়ন একজনকেই দেওয়া হবে। তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে অংশ নেওয়া নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক রহমান বলেন, বিএনপি একটি পরিবার। এটাকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ রাখা সকলের দায়িত্ব। খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়া কারাগারে থাকতে পারেন, আমরা কেন সামান্য ত্যাগ করব না? এ সময় উপস্থিত অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।
বৈঠকে জানানো হয়-আগামী সপ্তাহেই কমবেশি ২০০ আসনে একক প্রার্থীর তালিকা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। মনোনীত প্রার্থীদের জন্য আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
তারেক রহমান নির্বাচনকে ঘিরে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত তৈরির নির্দেশ দেন।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে রোববার রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে কোনো বিভাজনে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও মনোনয়ন একজনকেই দেওয়া হবে। তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে অংশ নেওয়া নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক রহমান বলেন, বিএনপি একটি পরিবার। এটাকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ রাখা সকলের দায়িত্ব। খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়া কারাগারে থাকতে পারেন, আমরা কেন সামান্য ত্যাগ করব না? এ সময় উপস্থিত অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।
বৈঠকে জানানো হয়-আগামী সপ্তাহেই কমবেশি ২০০ আসনে একক প্রার্থীর তালিকা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। মনোনীত প্রার্থীদের জন্য আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
তারেক রহমান নির্বাচনকে ঘিরে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত তৈরির নির্দেশ দেন।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে রোববার রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে কোনো বিভাজনে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও মনোনয়ন একজনকেই দেওয়া হবে। তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে অংশ নেওয়া নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক রহমান বলেন, বিএনপি একটি পরিবার। এটাকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ রাখা সকলের দায়িত্ব। খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়া কারাগারে থাকতে পারেন, আমরা কেন সামান্য ত্যাগ করব না? এ সময় উপস্থিত অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।
বৈঠকে জানানো হয়-আগামী সপ্তাহেই কমবেশি ২০০ আসনে একক প্রার্থীর তালিকা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। মনোনীত প্রার্থীদের জন্য আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
তারেক রহমান নির্বাচনকে ঘিরে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত তৈরির নির্দেশ দেন।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে রোববার রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!