-1761826989412-101358156.jpg&w=1920&q=75)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। তবে দুই ম্যাচেই টাইগার বোলাররা নিজেদের সক্ষমতার প্রমাণ রেখেছেন। যে কারণে গতকাল ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করলেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম।
সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘কিছু ম্যাচ আছে যেগুলো জেতা উচিত ছিল আমরা পারিনি। ব্যাটারদের এখানে ব্যর্থতা, বোলাররা কিন্তু ভালো করে যাচ্ছে দারুণভাবে কামব্যাক করে যাচ্ছে। (যদিও) আমি এত (বেশি) ব্যর্থতা দেখি না। শেষ ৪ সিরিজ কিন্তু আমরা জিতেছি। এখানে মিস করলাম। এখান থেকে নেতিবাচক ইতিবাচক দুটিই আছে। নেতিবাচক নিয়ে কাজ করতে হবে। এখান থেকে দ্রুত কীভাবে বের হয়ে আসতে পারি। সামনে বড় বড় খেলা আছে বিশ্বকাপও আছে।’
তামিম আরও বলেন, ‘আমাদের বোলিং বিভাগ যে আছে, তারা যে উইকেটেই যাক না কেন ভালো করছে। এখন সব দায়িত্ব ব্যাটারদের। বোলাররা যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা ব্যাটাররা যেন সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা যদি ভুল আরও কম করতে পারি তাহলে আরও সহজেই রান তাড়া করতে পারব।’
ক্যারিবিয়ান ওপেনার আলিক আথানজে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘(ম্যাচের সামারি নিয়ে) আপনিই অনেকটা সামারি করে দিলেন (হাসি)। আসলে হ্যাঁ আমাদের শুরুটা বেশ ভালো হয়েছিল। ভালো ভীত পেয়েছিলাম। দারুণ একটি জুটি পেয়েছিলাম। আমাদের মনে হয়েছে ২০-৫০ রান কম হয়েছিল। কারণ পিচ দেখে মনে হয়েছিল ২০০ রানের উইকেট। বোলাররা আরও একবার নিজেদের ক্লাস দেখিয়েছে আরও একবার যে কারণে ওয়েস্ট ইন্ডিজও জয় পেল।’
নিজেদের বোলিং প্রসঙ্গে আথানজে বলেছেন, ‘আমরা সহজ প্ল্যান রাখতে চেয়েছি। চেয়েছি প্ল্যান কাজে লাগাতে। আমরা ওভার ধরে ধরে এগোতে চেয়েছি। প্ল্যান ছিল ওভারপ্রতি তারা যেন ৭ রানের বেশি নিতে না পারে। শেষ দিকে এভাবেই পুষিয়ে দিতে চেয়েছি।’
-1761826989412-101358156.jpg&w=1920&q=75)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। তবে দুই ম্যাচেই টাইগার বোলাররা নিজেদের সক্ষমতার প্রমাণ রেখেছেন। যে কারণে গতকাল ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করলেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম।
সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘কিছু ম্যাচ আছে যেগুলো জেতা উচিত ছিল আমরা পারিনি। ব্যাটারদের এখানে ব্যর্থতা, বোলাররা কিন্তু ভালো করে যাচ্ছে দারুণভাবে কামব্যাক করে যাচ্ছে। (যদিও) আমি এত (বেশি) ব্যর্থতা দেখি না। শেষ ৪ সিরিজ কিন্তু আমরা জিতেছি। এখানে মিস করলাম। এখান থেকে নেতিবাচক ইতিবাচক দুটিই আছে। নেতিবাচক নিয়ে কাজ করতে হবে। এখান থেকে দ্রুত কীভাবে বের হয়ে আসতে পারি। সামনে বড় বড় খেলা আছে বিশ্বকাপও আছে।’
তামিম আরও বলেন, ‘আমাদের বোলিং বিভাগ যে আছে, তারা যে উইকেটেই যাক না কেন ভালো করছে। এখন সব দায়িত্ব ব্যাটারদের। বোলাররা যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা ব্যাটাররা যেন সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা যদি ভুল আরও কম করতে পারি তাহলে আরও সহজেই রান তাড়া করতে পারব।’
ক্যারিবিয়ান ওপেনার আলিক আথানজে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘(ম্যাচের সামারি নিয়ে) আপনিই অনেকটা সামারি করে দিলেন (হাসি)। আসলে হ্যাঁ আমাদের শুরুটা বেশ ভালো হয়েছিল। ভালো ভীত পেয়েছিলাম। দারুণ একটি জুটি পেয়েছিলাম। আমাদের মনে হয়েছে ২০-৫০ রান কম হয়েছিল। কারণ পিচ দেখে মনে হয়েছিল ২০০ রানের উইকেট। বোলাররা আরও একবার নিজেদের ক্লাস দেখিয়েছে আরও একবার যে কারণে ওয়েস্ট ইন্ডিজও জয় পেল।’
নিজেদের বোলিং প্রসঙ্গে আথানজে বলেছেন, ‘আমরা সহজ প্ল্যান রাখতে চেয়েছি। চেয়েছি প্ল্যান কাজে লাগাতে। আমরা ওভার ধরে ধরে এগোতে চেয়েছি। প্ল্যান ছিল ওভারপ্রতি তারা যেন ৭ রানের বেশি নিতে না পারে। শেষ দিকে এভাবেই পুষিয়ে দিতে চেয়েছি।’
-1761826989412-101358156.jpg&w=1920&q=75)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। তবে দুই ম্যাচেই টাইগার বোলাররা নিজেদের সক্ষমতার প্রমাণ রেখেছেন। যে কারণে গতকাল ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করলেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম।
সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘কিছু ম্যাচ আছে যেগুলো জেতা উচিত ছিল আমরা পারিনি। ব্যাটারদের এখানে ব্যর্থতা, বোলাররা কিন্তু ভালো করে যাচ্ছে দারুণভাবে কামব্যাক করে যাচ্ছে। (যদিও) আমি এত (বেশি) ব্যর্থতা দেখি না। শেষ ৪ সিরিজ কিন্তু আমরা জিতেছি। এখানে মিস করলাম। এখান থেকে নেতিবাচক ইতিবাচক দুটিই আছে। নেতিবাচক নিয়ে কাজ করতে হবে। এখান থেকে দ্রুত কীভাবে বের হয়ে আসতে পারি। সামনে বড় বড় খেলা আছে বিশ্বকাপও আছে।’
তামিম আরও বলেন, ‘আমাদের বোলিং বিভাগ যে আছে, তারা যে উইকেটেই যাক না কেন ভালো করছে। এখন সব দায়িত্ব ব্যাটারদের। বোলাররা যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা ব্যাটাররা যেন সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা যদি ভুল আরও কম করতে পারি তাহলে আরও সহজেই রান তাড়া করতে পারব।’
ক্যারিবিয়ান ওপেনার আলিক আথানজে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘(ম্যাচের সামারি নিয়ে) আপনিই অনেকটা সামারি করে দিলেন (হাসি)। আসলে হ্যাঁ আমাদের শুরুটা বেশ ভালো হয়েছিল। ভালো ভীত পেয়েছিলাম। দারুণ একটি জুটি পেয়েছিলাম। আমাদের মনে হয়েছে ২০-৫০ রান কম হয়েছিল। কারণ পিচ দেখে মনে হয়েছিল ২০০ রানের উইকেট। বোলাররা আরও একবার নিজেদের ক্লাস দেখিয়েছে আরও একবার যে কারণে ওয়েস্ট ইন্ডিজও জয় পেল।’
নিজেদের বোলিং প্রসঙ্গে আথানজে বলেছেন, ‘আমরা সহজ প্ল্যান রাখতে চেয়েছি। চেয়েছি প্ল্যান কাজে লাগাতে। আমরা ওভার ধরে ধরে এগোতে চেয়েছি। প্ল্যান ছিল ওভারপ্রতি তারা যেন ৭ রানের বেশি নিতে না পারে। শেষ দিকে এভাবেই পুষিয়ে দিতে চেয়েছি।’
-1761826989412-101358156.jpg&w=1920&q=75)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। তবে দুই ম্যাচেই টাইগার বোলাররা নিজেদের সক্ষমতার প্রমাণ রেখেছেন। যে কারণে গতকাল ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করলেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম।
সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘কিছু ম্যাচ আছে যেগুলো জেতা উচিত ছিল আমরা পারিনি। ব্যাটারদের এখানে ব্যর্থতা, বোলাররা কিন্তু ভালো করে যাচ্ছে দারুণভাবে কামব্যাক করে যাচ্ছে। (যদিও) আমি এত (বেশি) ব্যর্থতা দেখি না। শেষ ৪ সিরিজ কিন্তু আমরা জিতেছি। এখানে মিস করলাম। এখান থেকে নেতিবাচক ইতিবাচক দুটিই আছে। নেতিবাচক নিয়ে কাজ করতে হবে। এখান থেকে দ্রুত কীভাবে বের হয়ে আসতে পারি। সামনে বড় বড় খেলা আছে বিশ্বকাপও আছে।’
তামিম আরও বলেন, ‘আমাদের বোলিং বিভাগ যে আছে, তারা যে উইকেটেই যাক না কেন ভালো করছে। এখন সব দায়িত্ব ব্যাটারদের। বোলাররা যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা ব্যাটাররা যেন সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা যদি ভুল আরও কম করতে পারি তাহলে আরও সহজেই রান তাড়া করতে পারব।’
ক্যারিবিয়ান ওপেনার আলিক আথানজে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘(ম্যাচের সামারি নিয়ে) আপনিই অনেকটা সামারি করে দিলেন (হাসি)। আসলে হ্যাঁ আমাদের শুরুটা বেশ ভালো হয়েছিল। ভালো ভীত পেয়েছিলাম। দারুণ একটি জুটি পেয়েছিলাম। আমাদের মনে হয়েছে ২০-৫০ রান কম হয়েছিল। কারণ পিচ দেখে মনে হয়েছিল ২০০ রানের উইকেট। বোলাররা আরও একবার নিজেদের ক্লাস দেখিয়েছে আরও একবার যে কারণে ওয়েস্ট ইন্ডিজও জয় পেল।’
নিজেদের বোলিং প্রসঙ্গে আথানজে বলেছেন, ‘আমরা সহজ প্ল্যান রাখতে চেয়েছি। চেয়েছি প্ল্যান কাজে লাগাতে। আমরা ওভার ধরে ধরে এগোতে চেয়েছি। প্ল্যান ছিল ওভারপ্রতি তারা যেন ৭ রানের বেশি নিতে না পারে। শেষ দিকে এভাবেই পুষিয়ে দিতে চেয়েছি।’
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!