
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায়ের তারিখ নির্ধারণ করেন।
এদিন আসামি খুরশীদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর ১৭ জন আসামি পলাতক থাকায় তারা আদালতে উপস্থিত ছিলেন না। খুরশীদ আলম ছাড়া অন্য আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুধু তার পক্ষেই যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ এদিন তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করে।
এর মধ্যে শেখ হাসিনা পরিবারের তিনটি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে। শেখ রেহানা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও একটি মামলায় ইতোমধ্যে সাজা দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হওয়া সত্ত্বেও রাজউকের পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায়ের তারিখ নির্ধারণ করেন।
এদিন আসামি খুরশীদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর ১৭ জন আসামি পলাতক থাকায় তারা আদালতে উপস্থিত ছিলেন না। খুরশীদ আলম ছাড়া অন্য আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুধু তার পক্ষেই যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ এদিন তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করে।
এর মধ্যে শেখ হাসিনা পরিবারের তিনটি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে। শেখ রেহানা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও একটি মামলায় ইতোমধ্যে সাজা দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হওয়া সত্ত্বেও রাজউকের পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায়ের তারিখ নির্ধারণ করেন।
এদিন আসামি খুরশীদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর ১৭ জন আসামি পলাতক থাকায় তারা আদালতে উপস্থিত ছিলেন না। খুরশীদ আলম ছাড়া অন্য আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুধু তার পক্ষেই যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ এদিন তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করে।
এর মধ্যে শেখ হাসিনা পরিবারের তিনটি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে। শেখ রেহানা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও একটি মামলায় ইতোমধ্যে সাজা দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হওয়া সত্ত্বেও রাজউকের পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায়ের তারিখ নির্ধারণ করেন।
এদিন আসামি খুরশীদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর ১৭ জন আসামি পলাতক থাকায় তারা আদালতে উপস্থিত ছিলেন না। খুরশীদ আলম ছাড়া অন্য আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুধু তার পক্ষেই যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ এদিন তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করে।
এর মধ্যে শেখ হাসিনা পরিবারের তিনটি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে। শেখ রেহানা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও একটি মামলায় ইতোমধ্যে সাজা দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হওয়া সত্ত্বেও রাজউকের পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!