
ভেনেজুয়েলায় রাতের আঁধারে হঠাৎ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটকের পর আরেক নজির স্থাপন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দিয়েছেন তিনি।
গতকাল রবিবার ট্রুথ সোশ্যালে নিজের ওই ছবিটি পোস্ট করেন ট্রাম্প। উইকিপিডিয়ার পৃষ্ঠার আদলের সেই ছবির নিচে লেখা রয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।
তবে প্রকৃত উইকিপিডিয়া পৃষ্ঠায় ট্রাম্পকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। পাশাপাশি কোনো আন্তর্জাতিক সংস্থাও এই দাবিকে স্বীকৃতি দেয়নি। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই অনানুষ্ঠানিক দাবি সম্ভবত রাজনৈতিক ও ব্যঙ্গাত্মক ইঙ্গিত বহন করছে।
গত ৩ জানুয়ারি মাদুরো আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে, ট্রাম্প বারবার জানিয়েছেন, দেশটির প্রশাসন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র অস্থায়ীভাবে ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে। একই সঙ্গে দেশটির সরকার গঠনেও যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা রাখবে। পরবর্তী ‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলার তেলের সম্পূর্ণ মালিকানা দেশটির সরকারের কাছে হস্তান্তর করা হবে।

ভেনেজুয়েলায় রাতের আঁধারে হঠাৎ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটকের পর আরেক নজির স্থাপন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দিয়েছেন তিনি।
গতকাল রবিবার ট্রুথ সোশ্যালে নিজের ওই ছবিটি পোস্ট করেন ট্রাম্প। উইকিপিডিয়ার পৃষ্ঠার আদলের সেই ছবির নিচে লেখা রয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।
তবে প্রকৃত উইকিপিডিয়া পৃষ্ঠায় ট্রাম্পকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। পাশাপাশি কোনো আন্তর্জাতিক সংস্থাও এই দাবিকে স্বীকৃতি দেয়নি। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই অনানুষ্ঠানিক দাবি সম্ভবত রাজনৈতিক ও ব্যঙ্গাত্মক ইঙ্গিত বহন করছে।
গত ৩ জানুয়ারি মাদুরো আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে, ট্রাম্প বারবার জানিয়েছেন, দেশটির প্রশাসন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র অস্থায়ীভাবে ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে। একই সঙ্গে দেশটির সরকার গঠনেও যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা রাখবে। পরবর্তী ‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলার তেলের সম্পূর্ণ মালিকানা দেশটির সরকারের কাছে হস্তান্তর করা হবে।

ভেনেজুয়েলায় রাতের আঁধারে হঠাৎ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটকের পর আরেক নজির স্থাপন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দিয়েছেন তিনি।
গতকাল রবিবার ট্রুথ সোশ্যালে নিজের ওই ছবিটি পোস্ট করেন ট্রাম্প। উইকিপিডিয়ার পৃষ্ঠার আদলের সেই ছবির নিচে লেখা রয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।
তবে প্রকৃত উইকিপিডিয়া পৃষ্ঠায় ট্রাম্পকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। পাশাপাশি কোনো আন্তর্জাতিক সংস্থাও এই দাবিকে স্বীকৃতি দেয়নি। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই অনানুষ্ঠানিক দাবি সম্ভবত রাজনৈতিক ও ব্যঙ্গাত্মক ইঙ্গিত বহন করছে।
গত ৩ জানুয়ারি মাদুরো আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে, ট্রাম্প বারবার জানিয়েছেন, দেশটির প্রশাসন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র অস্থায়ীভাবে ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে। একই সঙ্গে দেশটির সরকার গঠনেও যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা রাখবে। পরবর্তী ‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলার তেলের সম্পূর্ণ মালিকানা দেশটির সরকারের কাছে হস্তান্তর করা হবে।

ভেনেজুয়েলায় রাতের আঁধারে হঠাৎ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটকের পর আরেক নজির স্থাপন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দিয়েছেন তিনি।
গতকাল রবিবার ট্রুথ সোশ্যালে নিজের ওই ছবিটি পোস্ট করেন ট্রাম্প। উইকিপিডিয়ার পৃষ্ঠার আদলের সেই ছবির নিচে লেখা রয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।
তবে প্রকৃত উইকিপিডিয়া পৃষ্ঠায় ট্রাম্পকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। পাশাপাশি কোনো আন্তর্জাতিক সংস্থাও এই দাবিকে স্বীকৃতি দেয়নি। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই অনানুষ্ঠানিক দাবি সম্ভবত রাজনৈতিক ও ব্যঙ্গাত্মক ইঙ্গিত বহন করছে।
গত ৩ জানুয়ারি মাদুরো আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে, ট্রাম্প বারবার জানিয়েছেন, দেশটির প্রশাসন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র অস্থায়ীভাবে ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে। একই সঙ্গে দেশটির সরকার গঠনেও যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা রাখবে। পরবর্তী ‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলার তেলের সম্পূর্ণ মালিকানা দেশটির সরকারের কাছে হস্তান্তর করা হবে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!