মুখের সৌন্দর্য মুহূর্তেই বিলীন করে দিতে ছোট্ট একটি ব্রণই যথেষ্ট। কোথাও বেড়াতে যাওয়ার দিন এলে কিংবা উৎসবের ঠিক আগের রাতেই কোথায় থেকে যেন মুখে হাজির হয়ে যায় ব্রণ। এমন পরিস্থিতিতে মন খারাপ হওয়াই স্বাভাবিক।
কেমন হতো যদি একদিনের মধ্যে এই বিরক্তিকর ব্রণ থেকে মুক্তি পাওয়া যেত। হ্যাঁ, এমনটা কিন্তু সম্ভব। কীভাবে একদিনেই ব্রণ থেকে মুক্তি পাবেন জানুন তার উপায়-
বরফের সেঁক জেদি ব্রণকে বশে আনার মোক্ষম মাধ্যম বরফ। মুখ থেকে দ্রুত ব্রণ দূর করতে ২৪ ঘণ্টার মধ্যে অন্তত চার-পাঁচবার বরফের সেঁক দিন। ব্রণ ছোট হলে এই টোটকাতেই গায়েব হয়ে যাবে। আর ব্রণ হলে তার আকার ছোট হয়ে যাবে।
স্পট ক্রিম ‘স্পট ক্রিম’ বা এমন বিভিন্ন ক্রিমে স্যালিসাইলিক অ্যাসিড এবং বেনজলপারঅক্সাইড থাকে। মৃত চামড়া দূর করা, ত্বক থেকে মৃত কোষ দূর করা, অতিরিক্ত তেল শুষে নেওয়া ইত্যাদি কাজে এই ক্রিমের জুড়ি মেলা ভার। অতিরিক্ত তেল দূর হলে কিন্তু ব্রণও দ্রুত দূর হয়ে যায়।
মধু-অ্যালোভেরার পেস্ট ব্রণ দূর করতে কাজে লাগাতে পারেন মধু আর অ্যালোভেরার পেস্ট। এই দুটো উপাদানেরই আছে অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ। ২৪ ঘণ্টায় ৩বার মধু-অ্যালোভেরার পেস্ট ব্রণে মাখুন। উপকার মিলবে।
টি ট্রি অয়েল ত্বকের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান টি ট্রি অয়েল। এতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমাটারি উপাদান। ব্রণের ওপর কয়েকবার এই তেল মাখুন। এর আকার অনেকটাই কমে আসবে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের কারণে যাদের ব্রণ হচ্ছে তাদের জন্য এটি বেশি উপকারী।
অ্যাসপিরিন-পেস্ট ব্যথা, জ্বর বা প্রদাহ কমাতে কার্যকরী একটি উপাদান অ্যাসপিরিন। ব্রণ তাড়াতেও ব্যবহার করতে পারেন এটি। অ্যাসপিরিনে থাকে স্যালিসাইলিক অ্যাসিড। দুটি অ্যাসপিরিন গুঁড়ো করে এক বা দু’ফোঁটা পানি দিয়ে পেস্ট বানিয়ে ব্রণের ওপর লাগান। এতে ব্রণের ওপরের তেল বা মরা চামড়া উঠে আসবে।
মুখের সৌন্দর্য মুহূর্তেই বিলীন করে দিতে ছোট্ট একটি ব্রণই যথেষ্ট। কোথাও বেড়াতে যাওয়ার দিন এলে কিংবা উৎসবের ঠিক আগের রাতেই কোথায় থেকে যেন মুখে হাজির হয়ে যায় ব্রণ। এমন পরিস্থিতিতে মন খারাপ হওয়াই স্বাভাবিক।
কেমন হতো যদি একদিনের মধ্যে এই বিরক্তিকর ব্রণ থেকে মুক্তি পাওয়া যেত। হ্যাঁ, এমনটা কিন্তু সম্ভব। কীভাবে একদিনেই ব্রণ থেকে মুক্তি পাবেন জানুন তার উপায়-
বরফের সেঁক জেদি ব্রণকে বশে আনার মোক্ষম মাধ্যম বরফ। মুখ থেকে দ্রুত ব্রণ দূর করতে ২৪ ঘণ্টার মধ্যে অন্তত চার-পাঁচবার বরফের সেঁক দিন। ব্রণ ছোট হলে এই টোটকাতেই গায়েব হয়ে যাবে। আর ব্রণ হলে তার আকার ছোট হয়ে যাবে।
স্পট ক্রিম ‘স্পট ক্রিম’ বা এমন বিভিন্ন ক্রিমে স্যালিসাইলিক অ্যাসিড এবং বেনজলপারঅক্সাইড থাকে। মৃত চামড়া দূর করা, ত্বক থেকে মৃত কোষ দূর করা, অতিরিক্ত তেল শুষে নেওয়া ইত্যাদি কাজে এই ক্রিমের জুড়ি মেলা ভার। অতিরিক্ত তেল দূর হলে কিন্তু ব্রণও দ্রুত দূর হয়ে যায়।
মধু-অ্যালোভেরার পেস্ট ব্রণ দূর করতে কাজে লাগাতে পারেন মধু আর অ্যালোভেরার পেস্ট। এই দুটো উপাদানেরই আছে অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ। ২৪ ঘণ্টায় ৩বার মধু-অ্যালোভেরার পেস্ট ব্রণে মাখুন। উপকার মিলবে।
টি ট্রি অয়েল ত্বকের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান টি ট্রি অয়েল। এতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমাটারি উপাদান। ব্রণের ওপর কয়েকবার এই তেল মাখুন। এর আকার অনেকটাই কমে আসবে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের কারণে যাদের ব্রণ হচ্ছে তাদের জন্য এটি বেশি উপকারী।
অ্যাসপিরিন-পেস্ট ব্যথা, জ্বর বা প্রদাহ কমাতে কার্যকরী একটি উপাদান অ্যাসপিরিন। ব্রণ তাড়াতেও ব্যবহার করতে পারেন এটি। অ্যাসপিরিনে থাকে স্যালিসাইলিক অ্যাসিড। দুটি অ্যাসপিরিন গুঁড়ো করে এক বা দু’ফোঁটা পানি দিয়ে পেস্ট বানিয়ে ব্রণের ওপর লাগান। এতে ব্রণের ওপরের তেল বা মরা চামড়া উঠে আসবে।
মুখের সৌন্দর্য মুহূর্তেই বিলীন করে দিতে ছোট্ট একটি ব্রণই যথেষ্ট। কোথাও বেড়াতে যাওয়ার দিন এলে কিংবা উৎসবের ঠিক আগের রাতেই কোথায় থেকে যেন মুখে হাজির হয়ে যায় ব্রণ। এমন পরিস্থিতিতে মন খারাপ হওয়াই স্বাভাবিক।
কেমন হতো যদি একদিনের মধ্যে এই বিরক্তিকর ব্রণ থেকে মুক্তি পাওয়া যেত। হ্যাঁ, এমনটা কিন্তু সম্ভব। কীভাবে একদিনেই ব্রণ থেকে মুক্তি পাবেন জানুন তার উপায়-
বরফের সেঁক জেদি ব্রণকে বশে আনার মোক্ষম মাধ্যম বরফ। মুখ থেকে দ্রুত ব্রণ দূর করতে ২৪ ঘণ্টার মধ্যে অন্তত চার-পাঁচবার বরফের সেঁক দিন। ব্রণ ছোট হলে এই টোটকাতেই গায়েব হয়ে যাবে। আর ব্রণ হলে তার আকার ছোট হয়ে যাবে।
স্পট ক্রিম ‘স্পট ক্রিম’ বা এমন বিভিন্ন ক্রিমে স্যালিসাইলিক অ্যাসিড এবং বেনজলপারঅক্সাইড থাকে। মৃত চামড়া দূর করা, ত্বক থেকে মৃত কোষ দূর করা, অতিরিক্ত তেল শুষে নেওয়া ইত্যাদি কাজে এই ক্রিমের জুড়ি মেলা ভার। অতিরিক্ত তেল দূর হলে কিন্তু ব্রণও দ্রুত দূর হয়ে যায়।
মধু-অ্যালোভেরার পেস্ট ব্রণ দূর করতে কাজে লাগাতে পারেন মধু আর অ্যালোভেরার পেস্ট। এই দুটো উপাদানেরই আছে অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ। ২৪ ঘণ্টায় ৩বার মধু-অ্যালোভেরার পেস্ট ব্রণে মাখুন। উপকার মিলবে।
টি ট্রি অয়েল ত্বকের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান টি ট্রি অয়েল। এতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমাটারি উপাদান। ব্রণের ওপর কয়েকবার এই তেল মাখুন। এর আকার অনেকটাই কমে আসবে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের কারণে যাদের ব্রণ হচ্ছে তাদের জন্য এটি বেশি উপকারী।
অ্যাসপিরিন-পেস্ট ব্যথা, জ্বর বা প্রদাহ কমাতে কার্যকরী একটি উপাদান অ্যাসপিরিন। ব্রণ তাড়াতেও ব্যবহার করতে পারেন এটি। অ্যাসপিরিনে থাকে স্যালিসাইলিক অ্যাসিড। দুটি অ্যাসপিরিন গুঁড়ো করে এক বা দু’ফোঁটা পানি দিয়ে পেস্ট বানিয়ে ব্রণের ওপর লাগান। এতে ব্রণের ওপরের তেল বা মরা চামড়া উঠে আসবে।
মুখের সৌন্দর্য মুহূর্তেই বিলীন করে দিতে ছোট্ট একটি ব্রণই যথেষ্ট। কোথাও বেড়াতে যাওয়ার দিন এলে কিংবা উৎসবের ঠিক আগের রাতেই কোথায় থেকে যেন মুখে হাজির হয়ে যায় ব্রণ। এমন পরিস্থিতিতে মন খারাপ হওয়াই স্বাভাবিক।
কেমন হতো যদি একদিনের মধ্যে এই বিরক্তিকর ব্রণ থেকে মুক্তি পাওয়া যেত। হ্যাঁ, এমনটা কিন্তু সম্ভব। কীভাবে একদিনেই ব্রণ থেকে মুক্তি পাবেন জানুন তার উপায়-
বরফের সেঁক জেদি ব্রণকে বশে আনার মোক্ষম মাধ্যম বরফ। মুখ থেকে দ্রুত ব্রণ দূর করতে ২৪ ঘণ্টার মধ্যে অন্তত চার-পাঁচবার বরফের সেঁক দিন। ব্রণ ছোট হলে এই টোটকাতেই গায়েব হয়ে যাবে। আর ব্রণ হলে তার আকার ছোট হয়ে যাবে।
স্পট ক্রিম ‘স্পট ক্রিম’ বা এমন বিভিন্ন ক্রিমে স্যালিসাইলিক অ্যাসিড এবং বেনজলপারঅক্সাইড থাকে। মৃত চামড়া দূর করা, ত্বক থেকে মৃত কোষ দূর করা, অতিরিক্ত তেল শুষে নেওয়া ইত্যাদি কাজে এই ক্রিমের জুড়ি মেলা ভার। অতিরিক্ত তেল দূর হলে কিন্তু ব্রণও দ্রুত দূর হয়ে যায়।
মধু-অ্যালোভেরার পেস্ট ব্রণ দূর করতে কাজে লাগাতে পারেন মধু আর অ্যালোভেরার পেস্ট। এই দুটো উপাদানেরই আছে অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ। ২৪ ঘণ্টায় ৩বার মধু-অ্যালোভেরার পেস্ট ব্রণে মাখুন। উপকার মিলবে।
টি ট্রি অয়েল ত্বকের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান টি ট্রি অয়েল। এতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমাটারি উপাদান। ব্রণের ওপর কয়েকবার এই তেল মাখুন। এর আকার অনেকটাই কমে আসবে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের কারণে যাদের ব্রণ হচ্ছে তাদের জন্য এটি বেশি উপকারী।
অ্যাসপিরিন-পেস্ট ব্যথা, জ্বর বা প্রদাহ কমাতে কার্যকরী একটি উপাদান অ্যাসপিরিন। ব্রণ তাড়াতেও ব্যবহার করতে পারেন এটি। অ্যাসপিরিনে থাকে স্যালিসাইলিক অ্যাসিড। দুটি অ্যাসপিরিন গুঁড়ো করে এক বা দু’ফোঁটা পানি দিয়ে পেস্ট বানিয়ে ব্রণের ওপর লাগান। এতে ব্রণের ওপরের তেল বা মরা চামড়া উঠে আসবে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!