
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রতীকটি যুক্ত করে সংশোধিত তালিকা প্রকাশ করেছে ইসি।
ইসি সূত্রে জানা যায়, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ প্রয়োজনীয় সংশোধন এনে এই নতুন প্রতীক যুক্ত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিধিমালার বিধি ৯-এর উপবিধি (১) এর পরিবর্তে নতুন উপবিধি প্রতিস্থাপন করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফার অধীনে স্থগিতকৃত প্রতীক ব্যতীত প্রাপ্যতা সাপেক্ষে তালিকাভুক্ত প্রতীকগুলোর যেকোনো একটি বরাদ্দ দেওয়া যাবে।
এই সংশোধনের মাধ্যমে ‘শাপলা কলি’ প্রতীকটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে ইসির নিবন্ধিত নির্বাচনী প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত হলো।

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রতীকটি যুক্ত করে সংশোধিত তালিকা প্রকাশ করেছে ইসি।
ইসি সূত্রে জানা যায়, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ প্রয়োজনীয় সংশোধন এনে এই নতুন প্রতীক যুক্ত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিধিমালার বিধি ৯-এর উপবিধি (১) এর পরিবর্তে নতুন উপবিধি প্রতিস্থাপন করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফার অধীনে স্থগিতকৃত প্রতীক ব্যতীত প্রাপ্যতা সাপেক্ষে তালিকাভুক্ত প্রতীকগুলোর যেকোনো একটি বরাদ্দ দেওয়া যাবে।
এই সংশোধনের মাধ্যমে ‘শাপলা কলি’ প্রতীকটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে ইসির নিবন্ধিত নির্বাচনী প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত হলো।

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রতীকটি যুক্ত করে সংশোধিত তালিকা প্রকাশ করেছে ইসি।
ইসি সূত্রে জানা যায়, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ প্রয়োজনীয় সংশোধন এনে এই নতুন প্রতীক যুক্ত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিধিমালার বিধি ৯-এর উপবিধি (১) এর পরিবর্তে নতুন উপবিধি প্রতিস্থাপন করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফার অধীনে স্থগিতকৃত প্রতীক ব্যতীত প্রাপ্যতা সাপেক্ষে তালিকাভুক্ত প্রতীকগুলোর যেকোনো একটি বরাদ্দ দেওয়া যাবে।
এই সংশোধনের মাধ্যমে ‘শাপলা কলি’ প্রতীকটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে ইসির নিবন্ধিত নির্বাচনী প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত হলো।

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রতীকটি যুক্ত করে সংশোধিত তালিকা প্রকাশ করেছে ইসি।
ইসি সূত্রে জানা যায়, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ প্রয়োজনীয় সংশোধন এনে এই নতুন প্রতীক যুক্ত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিধিমালার বিধি ৯-এর উপবিধি (১) এর পরিবর্তে নতুন উপবিধি প্রতিস্থাপন করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফার অধীনে স্থগিতকৃত প্রতীক ব্যতীত প্রাপ্যতা সাপেক্ষে তালিকাভুক্ত প্রতীকগুলোর যেকোনো একটি বরাদ্দ দেওয়া যাবে।
এই সংশোধনের মাধ্যমে ‘শাপলা কলি’ প্রতীকটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে ইসির নিবন্ধিত নির্বাচনী প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত হলো।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!