সংগৃহীত ছবি
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, আইপিএল ইস্যু বা সাম্প্রতিক বিভিন্ন আলোচনার পরও দুই দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাসী। বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্মুক্ত ও স্বাভাবিক রয়েছে। যতক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয়, ততক্ষণ পর্যন্ত সরকার কোনো দেশভিত্তিক দ্বিপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ করে না।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে কিছু ট্রেড মেজারস নেওয়া হয়েছে। সেগুলোর কোনো বাস্তব প্রভাব পড়েছে কি না, সরকার তা পর্যবেক্ষণ করছে।
এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন কিছু ঘটনার কারণে সাধারণত দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে না। তবে গত মে মাসে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ থেকে রপ্তানি সাময়িকভাবে কমে গিয়েছিল। সে সময় বাংলাদেশ কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি।
ভারতে পাট রপ্তানি বন্ধ প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন, এটি দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য নেওয়া হয়েছে। অন্য কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি আরও জানান, সরকারের সব বাণিজ্যনীতি দেশের অভ্যন্তরীণ বাজার ও স্বার্থকে গুরুত্ব দিয়েই প্রণয়ন করা হয়, অন্য কোনো দেশের ক্ষতি করার লক্ষ্যে নয়।
সংগৃহীত ছবি
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, আইপিএল ইস্যু বা সাম্প্রতিক বিভিন্ন আলোচনার পরও দুই দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাসী। বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্মুক্ত ও স্বাভাবিক রয়েছে। যতক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয়, ততক্ষণ পর্যন্ত সরকার কোনো দেশভিত্তিক দ্বিপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ করে না।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে কিছু ট্রেড মেজারস নেওয়া হয়েছে। সেগুলোর কোনো বাস্তব প্রভাব পড়েছে কি না, সরকার তা পর্যবেক্ষণ করছে।
এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন কিছু ঘটনার কারণে সাধারণত দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে না। তবে গত মে মাসে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ থেকে রপ্তানি সাময়িকভাবে কমে গিয়েছিল। সে সময় বাংলাদেশ কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি।
ভারতে পাট রপ্তানি বন্ধ প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন, এটি দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য নেওয়া হয়েছে। অন্য কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি আরও জানান, সরকারের সব বাণিজ্যনীতি দেশের অভ্যন্তরীণ বাজার ও স্বার্থকে গুরুত্ব দিয়েই প্রণয়ন করা হয়, অন্য কোনো দেশের ক্ষতি করার লক্ষ্যে নয়।
সংগৃহীত ছবি
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, আইপিএল ইস্যু বা সাম্প্রতিক বিভিন্ন আলোচনার পরও দুই দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাসী। বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্মুক্ত ও স্বাভাবিক রয়েছে। যতক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয়, ততক্ষণ পর্যন্ত সরকার কোনো দেশভিত্তিক দ্বিপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ করে না।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে কিছু ট্রেড মেজারস নেওয়া হয়েছে। সেগুলোর কোনো বাস্তব প্রভাব পড়েছে কি না, সরকার তা পর্যবেক্ষণ করছে।
এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন কিছু ঘটনার কারণে সাধারণত দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে না। তবে গত মে মাসে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ থেকে রপ্তানি সাময়িকভাবে কমে গিয়েছিল। সে সময় বাংলাদেশ কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি।
ভারতে পাট রপ্তানি বন্ধ প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন, এটি দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য নেওয়া হয়েছে। অন্য কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি আরও জানান, সরকারের সব বাণিজ্যনীতি দেশের অভ্যন্তরীণ বাজার ও স্বার্থকে গুরুত্ব দিয়েই প্রণয়ন করা হয়, অন্য কোনো দেশের ক্ষতি করার লক্ষ্যে নয়।
সংগৃহীত ছবি
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, আইপিএল ইস্যু বা সাম্প্রতিক বিভিন্ন আলোচনার পরও দুই দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাসী। বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্মুক্ত ও স্বাভাবিক রয়েছে। যতক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয়, ততক্ষণ পর্যন্ত সরকার কোনো দেশভিত্তিক দ্বিপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ করে না।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে কিছু ট্রেড মেজারস নেওয়া হয়েছে। সেগুলোর কোনো বাস্তব প্রভাব পড়েছে কি না, সরকার তা পর্যবেক্ষণ করছে।
এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন কিছু ঘটনার কারণে সাধারণত দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে না। তবে গত মে মাসে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ থেকে রপ্তানি সাময়িকভাবে কমে গিয়েছিল। সে সময় বাংলাদেশ কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি।
ভারতে পাট রপ্তানি বন্ধ প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন, এটি দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য নেওয়া হয়েছে। অন্য কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি আরও জানান, সরকারের সব বাণিজ্যনীতি দেশের অভ্যন্তরীণ বাজার ও স্বার্থকে গুরুত্ব দিয়েই প্রণয়ন করা হয়, অন্য কোনো দেশের ক্ষতি করার লক্ষ্যে নয়।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!