পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক গাড়িতে জঙ্গি হামলায় দেশটির সেনাবাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের বাদার পাহাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা গাড়িযোগে গন্তব্যে যাওয়ার সময় আকস্মিকভাবে জঙ্গিরা হামলা চালায়। এ সময় তীব্র গোলাগুলি চলে দুই পক্ষের মধ্যে। পাল্টা গুলিতে ১৩ জন জঙ্গিও নিহত হয়েছে। তবে গুলিবিনিময়ে অন্তত চারজন সেনা গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানি তালেবান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, এ অভিযানে সৈন্যদের কাছ থেকে অস্ত্র ও ড্রোন ছিনিয়ে নিয়েছে।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরের দিককার এই হামলার পর কয়েক ঘণ্টা ধরে আকাশে সেনা হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে। হেলিকপ্টারগুলো হতাহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার চেষ্টা চালায়।
সাধারণত জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ওয়াজিরিস্তানে সামরিক কনভয় চলাচলের সময় আগাম সতর্কতা জারি করা হয় এবং প্রায়ই কারফিউ বসানো হয়। তবু এ ধরনের হামলার ঘটনা ঘটছে নিয়মিত।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানি তালেবান নতুন করে সক্রিয় হয়ে ওঠে এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা জোরদার করে। পাকিস্তান সেনাবাহিনী বলছে, তারা আশা করে আফগান অন্তর্বর্তী সরকার সীমান্ত ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ বন্ধ করবে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক গাড়িতে জঙ্গি হামলায় দেশটির সেনাবাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের বাদার পাহাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা গাড়িযোগে গন্তব্যে যাওয়ার সময় আকস্মিকভাবে জঙ্গিরা হামলা চালায়। এ সময় তীব্র গোলাগুলি চলে দুই পক্ষের মধ্যে। পাল্টা গুলিতে ১৩ জন জঙ্গিও নিহত হয়েছে। তবে গুলিবিনিময়ে অন্তত চারজন সেনা গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানি তালেবান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, এ অভিযানে সৈন্যদের কাছ থেকে অস্ত্র ও ড্রোন ছিনিয়ে নিয়েছে।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরের দিককার এই হামলার পর কয়েক ঘণ্টা ধরে আকাশে সেনা হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে। হেলিকপ্টারগুলো হতাহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার চেষ্টা চালায়।
সাধারণত জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ওয়াজিরিস্তানে সামরিক কনভয় চলাচলের সময় আগাম সতর্কতা জারি করা হয় এবং প্রায়ই কারফিউ বসানো হয়। তবু এ ধরনের হামলার ঘটনা ঘটছে নিয়মিত।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানি তালেবান নতুন করে সক্রিয় হয়ে ওঠে এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা জোরদার করে। পাকিস্তান সেনাবাহিনী বলছে, তারা আশা করে আফগান অন্তর্বর্তী সরকার সীমান্ত ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ বন্ধ করবে।
০
পাকিস্তানে জঙ্গি হামলায় ১২ সেনা নিহত-সংগৃহীত ছবি
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক গাড়িতে জঙ্গি হামলায় দেশটির সেনাবাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের বাদার পাহাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা গাড়িযোগে গন্তব্যে যাওয়ার সময় আকস্মিকভাবে জঙ্গিরা হামলা চালায়। এ সময় তীব্র গোলাগুলি চলে দুই পক্ষের মধ্যে। পাল্টা গুলিতে ১৩ জন জঙ্গিও নিহত হয়েছে। তবে গুলিবিনিময়ে অন্তত চারজন সেনা গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানি তালেবান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, এ অভিযানে সৈন্যদের কাছ থেকে অস্ত্র ও ড্রোন ছিনিয়ে নিয়েছে।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরের দিককার এই হামলার পর কয়েক ঘণ্টা ধরে আকাশে সেনা হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে। হেলিকপ্টারগুলো হতাহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার চেষ্টা চালায়।
সাধারণত জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ওয়াজিরিস্তানে সামরিক কনভয় চলাচলের সময় আগাম সতর্কতা জারি করা হয় এবং প্রায়ই কারফিউ বসানো হয়। তবু এ ধরনের হামলার ঘটনা ঘটছে নিয়মিত।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানি তালেবান নতুন করে সক্রিয় হয়ে ওঠে এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা জোরদার করে। পাকিস্তান সেনাবাহিনী বলছে, তারা আশা করে আফগান অন্তর্বর্তী সরকার সীমান্ত ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ বন্ধ করবে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক গাড়িতে জঙ্গি হামলায় দেশটির সেনাবাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের বাদার পাহাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা গাড়িযোগে গন্তব্যে যাওয়ার সময় আকস্মিকভাবে জঙ্গিরা হামলা চালায়। এ সময় তীব্র গোলাগুলি চলে দুই পক্ষের মধ্যে। পাল্টা গুলিতে ১৩ জন জঙ্গিও নিহত হয়েছে। তবে গুলিবিনিময়ে অন্তত চারজন সেনা গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানি তালেবান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, এ অভিযানে সৈন্যদের কাছ থেকে অস্ত্র ও ড্রোন ছিনিয়ে নিয়েছে।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরের দিককার এই হামলার পর কয়েক ঘণ্টা ধরে আকাশে সেনা হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে। হেলিকপ্টারগুলো হতাহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার চেষ্টা চালায়।
সাধারণত জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ওয়াজিরিস্তানে সামরিক কনভয় চলাচলের সময় আগাম সতর্কতা জারি করা হয় এবং প্রায়ই কারফিউ বসানো হয়। তবু এ ধরনের হামলার ঘটনা ঘটছে নিয়মিত।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানি তালেবান নতুন করে সক্রিয় হয়ে ওঠে এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা জোরদার করে। পাকিস্তান সেনাবাহিনী বলছে, তারা আশা করে আফগান অন্তর্বর্তী সরকার সীমান্ত ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ বন্ধ করবে।