
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দুই দফা ই-মেইল পাঠিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
তবে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কায় নয়—বাংলাদেশের ম্যাচগুলো ভারতেরই অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, টুর্নামেন্ট শুরুর একেবারে শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে জটিল। এ কারণে বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিরাপত্তা শঙ্কার যুক্তির বিপরীতে আইসিসি বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সাম্প্রতিক ভারতে আম্পায়ারিংয়ের উদাহরণ তুলে ধরতে পারে। রোববার গুজরাটে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি দায়িত্ব পালন করেছেন।
সূত্র জানায়, এ বিষয়ে আইসিসি ইতোমধ্যে সহ-আয়োজক বিসিসিআইয়ের পাশাপাশি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ)-এর সঙ্গে যোগাযোগ করেছে। গতকাল গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগেই জানিয়েছেন, ভারতের অন্য কোনো ভেন্যুতে ম্যাচ আয়োজনের অর্থই হলো ভারতে খেলা, যা বাংলাদেশের অবস্থান পরিবর্তন করে না। তিনি স্পষ্ট করে বলেছেন, নিরাপত্তার প্রশ্নে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকবে।
বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে নির্ধারিত রয়েছে।
উল্লেখ্য, এর আগে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিসিআইয়ের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বিসিবি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বলে অবস্থান নেয়।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দুই দফা ই-মেইল পাঠিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
তবে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কায় নয়—বাংলাদেশের ম্যাচগুলো ভারতেরই অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, টুর্নামেন্ট শুরুর একেবারে শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে জটিল। এ কারণে বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিরাপত্তা শঙ্কার যুক্তির বিপরীতে আইসিসি বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সাম্প্রতিক ভারতে আম্পায়ারিংয়ের উদাহরণ তুলে ধরতে পারে। রোববার গুজরাটে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি দায়িত্ব পালন করেছেন।
সূত্র জানায়, এ বিষয়ে আইসিসি ইতোমধ্যে সহ-আয়োজক বিসিসিআইয়ের পাশাপাশি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ)-এর সঙ্গে যোগাযোগ করেছে। গতকাল গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগেই জানিয়েছেন, ভারতের অন্য কোনো ভেন্যুতে ম্যাচ আয়োজনের অর্থই হলো ভারতে খেলা, যা বাংলাদেশের অবস্থান পরিবর্তন করে না। তিনি স্পষ্ট করে বলেছেন, নিরাপত্তার প্রশ্নে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকবে।
বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে নির্ধারিত রয়েছে।
উল্লেখ্য, এর আগে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিসিআইয়ের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বিসিবি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বলে অবস্থান নেয়।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দুই দফা ই-মেইল পাঠিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
তবে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কায় নয়—বাংলাদেশের ম্যাচগুলো ভারতেরই অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, টুর্নামেন্ট শুরুর একেবারে শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে জটিল। এ কারণে বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিরাপত্তা শঙ্কার যুক্তির বিপরীতে আইসিসি বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সাম্প্রতিক ভারতে আম্পায়ারিংয়ের উদাহরণ তুলে ধরতে পারে। রোববার গুজরাটে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি দায়িত্ব পালন করেছেন।
সূত্র জানায়, এ বিষয়ে আইসিসি ইতোমধ্যে সহ-আয়োজক বিসিসিআইয়ের পাশাপাশি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ)-এর সঙ্গে যোগাযোগ করেছে। গতকাল গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগেই জানিয়েছেন, ভারতের অন্য কোনো ভেন্যুতে ম্যাচ আয়োজনের অর্থই হলো ভারতে খেলা, যা বাংলাদেশের অবস্থান পরিবর্তন করে না। তিনি স্পষ্ট করে বলেছেন, নিরাপত্তার প্রশ্নে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকবে।
বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে নির্ধারিত রয়েছে।
উল্লেখ্য, এর আগে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিসিআইয়ের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বিসিবি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বলে অবস্থান নেয়।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দুই দফা ই-মেইল পাঠিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
তবে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কায় নয়—বাংলাদেশের ম্যাচগুলো ভারতেরই অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, টুর্নামেন্ট শুরুর একেবারে শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে জটিল। এ কারণে বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিরাপত্তা শঙ্কার যুক্তির বিপরীতে আইসিসি বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সাম্প্রতিক ভারতে আম্পায়ারিংয়ের উদাহরণ তুলে ধরতে পারে। রোববার গুজরাটে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি দায়িত্ব পালন করেছেন।
সূত্র জানায়, এ বিষয়ে আইসিসি ইতোমধ্যে সহ-আয়োজক বিসিসিআইয়ের পাশাপাশি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ)-এর সঙ্গে যোগাযোগ করেছে। গতকাল গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগেই জানিয়েছেন, ভারতের অন্য কোনো ভেন্যুতে ম্যাচ আয়োজনের অর্থই হলো ভারতে খেলা, যা বাংলাদেশের অবস্থান পরিবর্তন করে না। তিনি স্পষ্ট করে বলেছেন, নিরাপত্তার প্রশ্নে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকবে।
বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে নির্ধারিত রয়েছে।
উল্লেখ্য, এর আগে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিসিআইয়ের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বিসিবি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বলে অবস্থান নেয়।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!