শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগের প্রথম ধাপে এসব ব্যাংকে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশাসক নিয়োগের মাধ্যমে এ প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।
একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক।
নতুন ব্যাংকটি হবে শতভাগ সরকারি মালিকানায় এবং এর সম্পদ ও দায় একীভূতভাবে হস্তান্তর করা হবে। প্রশাসক নিয়োগের পর ঐ পাঁচ ব্যাংকের পরিচালক পর্ষদ নিস্ক্রিয় হয়ে যাবে, এবং প্রশাসককে সহায়তা করতে প্রতিটি ব্যাংকে একটি টিম গঠন করা হবে। প্রশাসক সকল পরিচালনাগত দায়িত্বে সমন্বয়কারী হিসেবে কাজ করবেন, আর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কার্যত নিস্ক্রিয় হয়ে পড়বেন। পরবর্তীতে প্রয়োজন হলে তাদের অপসারণও করা যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, প্রশাসকরা ব্যাংক খাত সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় করে ব্যাংক পরিচালনা করবেন। একীভূত প্রক্রিয়ায় টাস্কফোর্সের নির্দেশনা অনুযায়ী তথ্য-উপাত্ত সরবরাহ করা হবে।
প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে ব্যাংকের সম্পদের মান পর্যালোচনা করেছে। প্রশাসক নিয়োগের নির্দিষ্ট সময় ও নাম প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি; নাম প্রস্তাব নীতিবিভাগের মাধ্যমে গভর্নরের অনুমোদনের পর কার্যকর হবে।
০
একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত
শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগের প্রথম ধাপে এসব ব্যাংকে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশাসক নিয়োগের মাধ্যমে এ প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।
একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক।
নতুন ব্যাংকটি হবে শতভাগ সরকারি মালিকানায় এবং এর সম্পদ ও দায় একীভূতভাবে হস্তান্তর করা হবে। প্রশাসক নিয়োগের পর ঐ পাঁচ ব্যাংকের পরিচালক পর্ষদ নিস্ক্রিয় হয়ে যাবে, এবং প্রশাসককে সহায়তা করতে প্রতিটি ব্যাংকে একটি টিম গঠন করা হবে। প্রশাসক সকল পরিচালনাগত দায়িত্বে সমন্বয়কারী হিসেবে কাজ করবেন, আর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কার্যত নিস্ক্রিয় হয়ে পড়বেন। পরবর্তীতে প্রয়োজন হলে তাদের অপসারণও করা যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, প্রশাসকরা ব্যাংক খাত সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় করে ব্যাংক পরিচালনা করবেন। একীভূত প্রক্রিয়ায় টাস্কফোর্সের নির্দেশনা অনুযায়ী তথ্য-উপাত্ত সরবরাহ করা হবে।
প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে ব্যাংকের সম্পদের মান পর্যালোচনা করেছে। প্রশাসক নিয়োগের নির্দিষ্ট সময় ও নাম প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি; নাম প্রস্তাব নীতিবিভাগের মাধ্যমে গভর্নরের অনুমোদনের পর কার্যকর হবে।
০
শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগের প্রথম ধাপে এসব ব্যাংকে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশাসক নিয়োগের মাধ্যমে এ প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।
একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক।
নতুন ব্যাংকটি হবে শতভাগ সরকারি মালিকানায় এবং এর সম্পদ ও দায় একীভূতভাবে হস্তান্তর করা হবে। প্রশাসক নিয়োগের পর ঐ পাঁচ ব্যাংকের পরিচালক পর্ষদ নিস্ক্রিয় হয়ে যাবে, এবং প্রশাসককে সহায়তা করতে প্রতিটি ব্যাংকে একটি টিম গঠন করা হবে। প্রশাসক সকল পরিচালনাগত দায়িত্বে সমন্বয়কারী হিসেবে কাজ করবেন, আর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কার্যত নিস্ক্রিয় হয়ে পড়বেন। পরবর্তীতে প্রয়োজন হলে তাদের অপসারণও করা যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, প্রশাসকরা ব্যাংক খাত সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় করে ব্যাংক পরিচালনা করবেন। একীভূত প্রক্রিয়ায় টাস্কফোর্সের নির্দেশনা অনুযায়ী তথ্য-উপাত্ত সরবরাহ করা হবে।
প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে ব্যাংকের সম্পদের মান পর্যালোচনা করেছে। প্রশাসক নিয়োগের নির্দিষ্ট সময় ও নাম প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি; নাম প্রস্তাব নীতিবিভাগের মাধ্যমে গভর্নরের অনুমোদনের পর কার্যকর হবে।
একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত
শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগের প্রথম ধাপে এসব ব্যাংকে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশাসক নিয়োগের মাধ্যমে এ প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।
একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক।
নতুন ব্যাংকটি হবে শতভাগ সরকারি মালিকানায় এবং এর সম্পদ ও দায় একীভূতভাবে হস্তান্তর করা হবে। প্রশাসক নিয়োগের পর ঐ পাঁচ ব্যাংকের পরিচালক পর্ষদ নিস্ক্রিয় হয়ে যাবে, এবং প্রশাসককে সহায়তা করতে প্রতিটি ব্যাংকে একটি টিম গঠন করা হবে। প্রশাসক সকল পরিচালনাগত দায়িত্বে সমন্বয়কারী হিসেবে কাজ করবেন, আর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কার্যত নিস্ক্রিয় হয়ে পড়বেন। পরবর্তীতে প্রয়োজন হলে তাদের অপসারণও করা যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, প্রশাসকরা ব্যাংক খাত সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় করে ব্যাংক পরিচালনা করবেন। একীভূত প্রক্রিয়ায় টাস্কফোর্সের নির্দেশনা অনুযায়ী তথ্য-উপাত্ত সরবরাহ করা হবে।
প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে ব্যাংকের সম্পদের মান পর্যালোচনা করেছে। প্রশাসক নিয়োগের নির্দিষ্ট সময় ও নাম প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি; নাম প্রস্তাব নীতিবিভাগের মাধ্যমে গভর্নরের অনুমোদনের পর কার্যকর হবে।