অ্যাপল বাজারে এনেছে আইফোন ১৭ সিরিজের চারটি মডেল-আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন ১৭ এয়ার। এর মধ্যে আইফোন ১৭ এয়ার আইফোন ইতিহাসের সবচেয়ে পাতলা ফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
ফোনটির পুরুত্ব মাত্র ৫.৬ মিমি, ওজন ১৬৫ গ্রাম। এটি তৈরি হয়েছে ৮০ শতাংশ রিসাইকেলড টাইটেনিয়াম দিয়ে। ফোনের ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি এবং উভয় দিকেই আছে প্রো-সেরামিক শিল্ড, যা ভাঙা প্রতিরোধ ক্ষমতা চারগুণ বাড়িয়েছে।
আইফোন ১৭ এয়ারে আইওএস ২৬-র অ্যাডাপটিভ পাওয়ার ফিচার এবং এন১ ওয়ারলেস চিপ থাকায় ব্যাটারি খরচ কম। ফোনে এআই কার্যক্ষমতা বৃদ্ধি এবং ম্যাক ব্রুক প্রো স্তরের পারফরম্যান্স পাওয়া যাবে।
ক্যামেরা
৪৮ মেগাপিক্সেল ফিউসন ব্যাক ক্যামেরা এবং ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা। ফোনে ই-সিম ব্যবহৃত হবে, আলাদা সিম স্লট নেই। ব্যাটারি ক্ষমতা ৩১৪৯ এমএএইচ। কালো, সাদা, হালকা সোনালি ও আকাশি নীল।
বিশ্ববাজারে দাম ৯৯৯ ডলার, বাংলাদেশে দাম শুরু হতে পারে ১ লাখ ২২ হাজার টাকা থেকে।
০
অ্যাপল আনলো বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন, জানুন ফিচার
অ্যাপল বাজারে এনেছে আইফোন ১৭ সিরিজের চারটি মডেল-আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন ১৭ এয়ার। এর মধ্যে আইফোন ১৭ এয়ার আইফোন ইতিহাসের সবচেয়ে পাতলা ফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
ফোনটির পুরুত্ব মাত্র ৫.৬ মিমি, ওজন ১৬৫ গ্রাম। এটি তৈরি হয়েছে ৮০ শতাংশ রিসাইকেলড টাইটেনিয়াম দিয়ে। ফোনের ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি এবং উভয় দিকেই আছে প্রো-সেরামিক শিল্ড, যা ভাঙা প্রতিরোধ ক্ষমতা চারগুণ বাড়িয়েছে।
আইফোন ১৭ এয়ারে আইওএস ২৬-র অ্যাডাপটিভ পাওয়ার ফিচার এবং এন১ ওয়ারলেস চিপ থাকায় ব্যাটারি খরচ কম। ফোনে এআই কার্যক্ষমতা বৃদ্ধি এবং ম্যাক ব্রুক প্রো স্তরের পারফরম্যান্স পাওয়া যাবে।
ক্যামেরা
৪৮ মেগাপিক্সেল ফিউসন ব্যাক ক্যামেরা এবং ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা। ফোনে ই-সিম ব্যবহৃত হবে, আলাদা সিম স্লট নেই। ব্যাটারি ক্ষমতা ৩১৪৯ এমএএইচ। কালো, সাদা, হালকা সোনালি ও আকাশি নীল।
বিশ্ববাজারে দাম ৯৯৯ ডলার, বাংলাদেশে দাম শুরু হতে পারে ১ লাখ ২২ হাজার টাকা থেকে।
০
অ্যাপল বাজারে এনেছে আইফোন ১৭ সিরিজের চারটি মডেল-আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন ১৭ এয়ার। এর মধ্যে আইফোন ১৭ এয়ার আইফোন ইতিহাসের সবচেয়ে পাতলা ফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
ফোনটির পুরুত্ব মাত্র ৫.৬ মিমি, ওজন ১৬৫ গ্রাম। এটি তৈরি হয়েছে ৮০ শতাংশ রিসাইকেলড টাইটেনিয়াম দিয়ে। ফোনের ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি এবং উভয় দিকেই আছে প্রো-সেরামিক শিল্ড, যা ভাঙা প্রতিরোধ ক্ষমতা চারগুণ বাড়িয়েছে।
আইফোন ১৭ এয়ারে আইওএস ২৬-র অ্যাডাপটিভ পাওয়ার ফিচার এবং এন১ ওয়ারলেস চিপ থাকায় ব্যাটারি খরচ কম। ফোনে এআই কার্যক্ষমতা বৃদ্ধি এবং ম্যাক ব্রুক প্রো স্তরের পারফরম্যান্স পাওয়া যাবে।
ক্যামেরা
৪৮ মেগাপিক্সেল ফিউসন ব্যাক ক্যামেরা এবং ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা। ফোনে ই-সিম ব্যবহৃত হবে, আলাদা সিম স্লট নেই। ব্যাটারি ক্ষমতা ৩১৪৯ এমএএইচ। কালো, সাদা, হালকা সোনালি ও আকাশি নীল।
বিশ্ববাজারে দাম ৯৯৯ ডলার, বাংলাদেশে দাম শুরু হতে পারে ১ লাখ ২২ হাজার টাকা থেকে।
অ্যাপল আনলো বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন, জানুন ফিচার
অ্যাপল বাজারে এনেছে আইফোন ১৭ সিরিজের চারটি মডেল-আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন ১৭ এয়ার। এর মধ্যে আইফোন ১৭ এয়ার আইফোন ইতিহাসের সবচেয়ে পাতলা ফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
ফোনটির পুরুত্ব মাত্র ৫.৬ মিমি, ওজন ১৬৫ গ্রাম। এটি তৈরি হয়েছে ৮০ শতাংশ রিসাইকেলড টাইটেনিয়াম দিয়ে। ফোনের ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি এবং উভয় দিকেই আছে প্রো-সেরামিক শিল্ড, যা ভাঙা প্রতিরোধ ক্ষমতা চারগুণ বাড়িয়েছে।
আইফোন ১৭ এয়ারে আইওএস ২৬-র অ্যাডাপটিভ পাওয়ার ফিচার এবং এন১ ওয়ারলেস চিপ থাকায় ব্যাটারি খরচ কম। ফোনে এআই কার্যক্ষমতা বৃদ্ধি এবং ম্যাক ব্রুক প্রো স্তরের পারফরম্যান্স পাওয়া যাবে।
ক্যামেরা
৪৮ মেগাপিক্সেল ফিউসন ব্যাক ক্যামেরা এবং ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা। ফোনে ই-সিম ব্যবহৃত হবে, আলাদা সিম স্লট নেই। ব্যাটারি ক্ষমতা ৩১৪৯ এমএএইচ। কালো, সাদা, হালকা সোনালি ও আকাশি নীল।
বিশ্ববাজারে দাম ৯৯৯ ডলার, বাংলাদেশে দাম শুরু হতে পারে ১ লাখ ২২ হাজার টাকা থেকে।