
গত কয়েকদিন ধরেই প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে বলিউডপাড়ায় চলছিল নানা ধরনের জল্পনা। এমনকি, কিছু সংবাদ মাধ্যম গুজব ছড়িয়ে দেয় যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন, যদিও এই সময়ে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন।
এমন স্পর্শকাতর খবর নিয়েও বাড়াবাড়ি করায় এর আগেই সংবাদ মাধ্যমকে কড়া বার্তা দিয়েছিলেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী। এবার বাবা হাসপাতাল থেকে ফেরার পর বাইরে ভিড় করা পাপারাজ্জিদের কড়া ভাষায় ধমক দিলেন ছেলে সানি দেওল।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কোনো এক কাজে মুম্বাইয়ের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন সানি দেওল। বেরিয়েই তিনি দেখেন দেওল বাসভবনের সামনে অসংখ্য পাপারাজ্জি ভিড় করে আছেন। তার বাবা প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়ে বাড়িতে ফিরিয়ে আনার একদিন পরই এই ঘটনা ঘটে।
বাবার অসুস্থতা ও বাড়ি ফেরার পর থেকেই ফটোগ্রাফাররা বাড়ির বাইরে জটলা করে আছেন এবং পরিবারের প্রতিটি গতিবিধি ক্যামেরাবন্দী করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সানি দেওল রাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন।
বাইরে জড়ো হওয়া ফটোগ্রাফারদের সামনে দাঁড়িয়ে তিনি প্রথমে হাত জোড় করেন। এরপর বেশ কড়া ও রাগান্বিত স্বরে পাপারাজ্জিদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের তো লজ্জা লাগা উচিত। আপনাদের ঘরেও তো মা-বাবা আছে, বাচ্চারা আছে, এখনও বোকার মতো ভিডিও করে চলেছেন। আপনার নিজের জন্য লজ্জা হওয়া উচিত।’

গত কয়েকদিন ধরেই প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে বলিউডপাড়ায় চলছিল নানা ধরনের জল্পনা। এমনকি, কিছু সংবাদ মাধ্যম গুজব ছড়িয়ে দেয় যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন, যদিও এই সময়ে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন।
এমন স্পর্শকাতর খবর নিয়েও বাড়াবাড়ি করায় এর আগেই সংবাদ মাধ্যমকে কড়া বার্তা দিয়েছিলেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী। এবার বাবা হাসপাতাল থেকে ফেরার পর বাইরে ভিড় করা পাপারাজ্জিদের কড়া ভাষায় ধমক দিলেন ছেলে সানি দেওল।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কোনো এক কাজে মুম্বাইয়ের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন সানি দেওল। বেরিয়েই তিনি দেখেন দেওল বাসভবনের সামনে অসংখ্য পাপারাজ্জি ভিড় করে আছেন। তার বাবা প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়ে বাড়িতে ফিরিয়ে আনার একদিন পরই এই ঘটনা ঘটে।
বাবার অসুস্থতা ও বাড়ি ফেরার পর থেকেই ফটোগ্রাফাররা বাড়ির বাইরে জটলা করে আছেন এবং পরিবারের প্রতিটি গতিবিধি ক্যামেরাবন্দী করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সানি দেওল রাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন।
বাইরে জড়ো হওয়া ফটোগ্রাফারদের সামনে দাঁড়িয়ে তিনি প্রথমে হাত জোড় করেন। এরপর বেশ কড়া ও রাগান্বিত স্বরে পাপারাজ্জিদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের তো লজ্জা লাগা উচিত। আপনাদের ঘরেও তো মা-বাবা আছে, বাচ্চারা আছে, এখনও বোকার মতো ভিডিও করে চলেছেন। আপনার নিজের জন্য লজ্জা হওয়া উচিত।’

গত কয়েকদিন ধরেই প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে বলিউডপাড়ায় চলছিল নানা ধরনের জল্পনা। এমনকি, কিছু সংবাদ মাধ্যম গুজব ছড়িয়ে দেয় যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন, যদিও এই সময়ে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন।
এমন স্পর্শকাতর খবর নিয়েও বাড়াবাড়ি করায় এর আগেই সংবাদ মাধ্যমকে কড়া বার্তা দিয়েছিলেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী। এবার বাবা হাসপাতাল থেকে ফেরার পর বাইরে ভিড় করা পাপারাজ্জিদের কড়া ভাষায় ধমক দিলেন ছেলে সানি দেওল।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কোনো এক কাজে মুম্বাইয়ের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন সানি দেওল। বেরিয়েই তিনি দেখেন দেওল বাসভবনের সামনে অসংখ্য পাপারাজ্জি ভিড় করে আছেন। তার বাবা প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়ে বাড়িতে ফিরিয়ে আনার একদিন পরই এই ঘটনা ঘটে।
বাবার অসুস্থতা ও বাড়ি ফেরার পর থেকেই ফটোগ্রাফাররা বাড়ির বাইরে জটলা করে আছেন এবং পরিবারের প্রতিটি গতিবিধি ক্যামেরাবন্দী করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সানি দেওল রাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন।
বাইরে জড়ো হওয়া ফটোগ্রাফারদের সামনে দাঁড়িয়ে তিনি প্রথমে হাত জোড় করেন। এরপর বেশ কড়া ও রাগান্বিত স্বরে পাপারাজ্জিদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের তো লজ্জা লাগা উচিত। আপনাদের ঘরেও তো মা-বাবা আছে, বাচ্চারা আছে, এখনও বোকার মতো ভিডিও করে চলেছেন। আপনার নিজের জন্য লজ্জা হওয়া উচিত।’

গত কয়েকদিন ধরেই প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে বলিউডপাড়ায় চলছিল নানা ধরনের জল্পনা। এমনকি, কিছু সংবাদ মাধ্যম গুজব ছড়িয়ে দেয় যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন, যদিও এই সময়ে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন।
এমন স্পর্শকাতর খবর নিয়েও বাড়াবাড়ি করায় এর আগেই সংবাদ মাধ্যমকে কড়া বার্তা দিয়েছিলেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী। এবার বাবা হাসপাতাল থেকে ফেরার পর বাইরে ভিড় করা পাপারাজ্জিদের কড়া ভাষায় ধমক দিলেন ছেলে সানি দেওল।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কোনো এক কাজে মুম্বাইয়ের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন সানি দেওল। বেরিয়েই তিনি দেখেন দেওল বাসভবনের সামনে অসংখ্য পাপারাজ্জি ভিড় করে আছেন। তার বাবা প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়ে বাড়িতে ফিরিয়ে আনার একদিন পরই এই ঘটনা ঘটে।
বাবার অসুস্থতা ও বাড়ি ফেরার পর থেকেই ফটোগ্রাফাররা বাড়ির বাইরে জটলা করে আছেন এবং পরিবারের প্রতিটি গতিবিধি ক্যামেরাবন্দী করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সানি দেওল রাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন।
বাইরে জড়ো হওয়া ফটোগ্রাফারদের সামনে দাঁড়িয়ে তিনি প্রথমে হাত জোড় করেন। এরপর বেশ কড়া ও রাগান্বিত স্বরে পাপারাজ্জিদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের তো লজ্জা লাগা উচিত। আপনাদের ঘরেও তো মা-বাবা আছে, বাচ্চারা আছে, এখনও বোকার মতো ভিডিও করে চলেছেন। আপনার নিজের জন্য লজ্জা হওয়া উচিত।’
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!