
এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আরেকটি পদক পেয়েছে। কম্পাউন্ড মিশ্র বিভাগে রৌপ্যের পর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছে তারা। কুলসুম আক্তার মনি বাংলাদেশকে এই পদক এনে দেন।
একক ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মনি। আজ (বৃহস্পতিবার) সেমিফাইনালে ভারতের প্রদীপ পৃথিকার বিপক্ষে পরাজিত হন তিনি। ৫ সেটের মধ্যে চার সেটেই দুজনের সমান স্কোর ছিল। তৃতীয় সেটে পৃথিকা ৩০ আর মনি ২৯ স্কোর করেন। শেষ পর্যন্ত ওই ১ পয়েন্টের ব্যবধানই ম্যাচের ফলাফল গড়ে দেয়। ১৪৬-১৪৫ পয়েন্টে হেরে মনি ফাইনালে উঠতে ব্যর্থ হন।
ব্রোঞ্জ লড়াইয়ে মনির প্রতিপক্ষ ছিল চাইনিজ তাইপের চেন সি। মনি প্রথম সেটে ২৯-৩০ পয়েন্টে পিছিয়ে পড়েন। দ্বিতীয় ও তৃতীয় সেট ২৯ পয়েন্টে সমতা ছিল। চতুর্থ সেটে মনি আবার এক (২৯-২৮) পয়েন্টে পিছিয়ে পড়েন। শেষ সেটে মনির তিন পয়েন্টে জয় প্রয়োজন ছিল। সেটা তিনি কাঁটায় কাঁটায় করেছেন। ৩০ এর মধ্যে তিনি ৩০ করেন। প্রতিপক্ষ চেন ২৭ করলে ১৪৬-১৪৫ পয়েন্টে মনি ব্রোঞ্জ জেতেন।

এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আরেকটি পদক পেয়েছে। কম্পাউন্ড মিশ্র বিভাগে রৌপ্যের পর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছে তারা। কুলসুম আক্তার মনি বাংলাদেশকে এই পদক এনে দেন।
একক ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মনি। আজ (বৃহস্পতিবার) সেমিফাইনালে ভারতের প্রদীপ পৃথিকার বিপক্ষে পরাজিত হন তিনি। ৫ সেটের মধ্যে চার সেটেই দুজনের সমান স্কোর ছিল। তৃতীয় সেটে পৃথিকা ৩০ আর মনি ২৯ স্কোর করেন। শেষ পর্যন্ত ওই ১ পয়েন্টের ব্যবধানই ম্যাচের ফলাফল গড়ে দেয়। ১৪৬-১৪৫ পয়েন্টে হেরে মনি ফাইনালে উঠতে ব্যর্থ হন।
ব্রোঞ্জ লড়াইয়ে মনির প্রতিপক্ষ ছিল চাইনিজ তাইপের চেন সি। মনি প্রথম সেটে ২৯-৩০ পয়েন্টে পিছিয়ে পড়েন। দ্বিতীয় ও তৃতীয় সেট ২৯ পয়েন্টে সমতা ছিল। চতুর্থ সেটে মনি আবার এক (২৯-২৮) পয়েন্টে পিছিয়ে পড়েন। শেষ সেটে মনির তিন পয়েন্টে জয় প্রয়োজন ছিল। সেটা তিনি কাঁটায় কাঁটায় করেছেন। ৩০ এর মধ্যে তিনি ৩০ করেন। প্রতিপক্ষ চেন ২৭ করলে ১৪৬-১৪৫ পয়েন্টে মনি ব্রোঞ্জ জেতেন।

এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আরেকটি পদক পেয়েছে। কম্পাউন্ড মিশ্র বিভাগে রৌপ্যের পর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছে তারা। কুলসুম আক্তার মনি বাংলাদেশকে এই পদক এনে দেন।
একক ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মনি। আজ (বৃহস্পতিবার) সেমিফাইনালে ভারতের প্রদীপ পৃথিকার বিপক্ষে পরাজিত হন তিনি। ৫ সেটের মধ্যে চার সেটেই দুজনের সমান স্কোর ছিল। তৃতীয় সেটে পৃথিকা ৩০ আর মনি ২৯ স্কোর করেন। শেষ পর্যন্ত ওই ১ পয়েন্টের ব্যবধানই ম্যাচের ফলাফল গড়ে দেয়। ১৪৬-১৪৫ পয়েন্টে হেরে মনি ফাইনালে উঠতে ব্যর্থ হন।
ব্রোঞ্জ লড়াইয়ে মনির প্রতিপক্ষ ছিল চাইনিজ তাইপের চেন সি। মনি প্রথম সেটে ২৯-৩০ পয়েন্টে পিছিয়ে পড়েন। দ্বিতীয় ও তৃতীয় সেট ২৯ পয়েন্টে সমতা ছিল। চতুর্থ সেটে মনি আবার এক (২৯-২৮) পয়েন্টে পিছিয়ে পড়েন। শেষ সেটে মনির তিন পয়েন্টে জয় প্রয়োজন ছিল। সেটা তিনি কাঁটায় কাঁটায় করেছেন। ৩০ এর মধ্যে তিনি ৩০ করেন। প্রতিপক্ষ চেন ২৭ করলে ১৪৬-১৪৫ পয়েন্টে মনি ব্রোঞ্জ জেতেন।

এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আরেকটি পদক পেয়েছে। কম্পাউন্ড মিশ্র বিভাগে রৌপ্যের পর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছে তারা। কুলসুম আক্তার মনি বাংলাদেশকে এই পদক এনে দেন।
একক ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মনি। আজ (বৃহস্পতিবার) সেমিফাইনালে ভারতের প্রদীপ পৃথিকার বিপক্ষে পরাজিত হন তিনি। ৫ সেটের মধ্যে চার সেটেই দুজনের সমান স্কোর ছিল। তৃতীয় সেটে পৃথিকা ৩০ আর মনি ২৯ স্কোর করেন। শেষ পর্যন্ত ওই ১ পয়েন্টের ব্যবধানই ম্যাচের ফলাফল গড়ে দেয়। ১৪৬-১৪৫ পয়েন্টে হেরে মনি ফাইনালে উঠতে ব্যর্থ হন।
ব্রোঞ্জ লড়াইয়ে মনির প্রতিপক্ষ ছিল চাইনিজ তাইপের চেন সি। মনি প্রথম সেটে ২৯-৩০ পয়েন্টে পিছিয়ে পড়েন। দ্বিতীয় ও তৃতীয় সেট ২৯ পয়েন্টে সমতা ছিল। চতুর্থ সেটে মনি আবার এক (২৯-২৮) পয়েন্টে পিছিয়ে পড়েন। শেষ সেটে মনির তিন পয়েন্টে জয় প্রয়োজন ছিল। সেটা তিনি কাঁটায় কাঁটায় করেছেন। ৩০ এর মধ্যে তিনি ৩০ করেন। প্রতিপক্ষ চেন ২৭ করলে ১৪৬-১৪৫ পয়েন্টে মনি ব্রোঞ্জ জেতেন।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!