• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

যে তথ্য আপনাকে অবাক করবে-১

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
যে তথ্য আপনাকে অবাক করবে-১

পৃথিবীতে প্রতিদিন কতো অদ্ভুত কিছুই না ঘটে, যেগুলো আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। তেমনি এমন কিছু ঘটনা পৃথিবীর বিভিন্ন এলাকায় ঘটেছে যেগুলো শুনেই হয়ত আপনি মিথ্যা মনে করে বাতিলের খাতায় ফেলে দেই। কিন্তু বিশ্বাস করুন কিছু ঘটনা সম্পূর্ণ সত্য এবং অবাক হয়ে যাওয়ার মতো।

আজ দৈনিক এইদিনের পাঠকদের কাছে এমন কয়েকটি অবাক করা তথ্য শেয়ার করবো-

১. কিছু মানুষ বোয়ানত্রপি (Boanthropy) নামে একটা বিরল এক মানসিক রোগে ভুগতে পারে, আর এই রোগে আক্রান্তরা বিশ্বাস করে তারা গরুতে রূপান্তরিত হয়েছে। এ সময় তারা সম্পূর্ণভাবে গরুর মত জীবনযাপন করে।

২. অ্যান্টার্কটিকা ব্যতীত পৃথিবীর প্রতিটি মহাদেশে ম্যাকডোনাল্ডসের শাখা রয়েছে।

৩. টেলিভিশনে প্রথম খেলনার বিজ্ঞাপনের নাম ছিলও ‘মিস্টার পটেটো হেড’।

৪. তিনজনের দ্বৈতযুদ্ধকে বলা হয় ট্রুয়েল (truel)।

৫. আমরা অনেকেই প্রিঙ্গলস এর চিপস খেতে পছন্দ করি, আর প্রিঙ্গলস যে আকৃতির চিপস বানায় তাকে ‘হাইপারবারিক প্যারাবোলয়েড’ বলা হয়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর