ফাঁকা ঢাকায় ভোগান্তিহীন যাত্রায় স্বস্তিতে নগরবাসী

ঈদুল আজহার ছুটিতে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। ফলে ঢাকার রাস্তাঘাট এখন অনেকটাই ফাঁকা। এমন যানজটমুক্ত শহরে স্বাচ্ছন্দ্যে চলাচল করে স্বস্তি প্রকাশ করছেন নগরবাসী।

সোমবার (৯ জুন) ঈদের তৃতীয় দিন সকাল থেকে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও শিশুমেলা এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিগত দুই দিনের তুলনায় আজ সড়কে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা বেড়েছে। তবে কর্মব্যস্ত দিনের মতো কোনো দুর্ভোগ নেই।

চলাচলে স্বস্তি, যানজট নেই
সরেজমিন দেখা গেছে, ছুটির প্রথম দুই দিনে যানবাহনের ঘাটতি থাকলেও আজ সকাল থেকে সড়কে বাস, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে। রাস্তায় নেই যানজট, তবে কিছু স্টপেজে বাসের অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

কল্যাণপুরে গুলিস্তানগামী যাত্রী আল-আমিন বলেন, “ঢাকা শহর এই সময়টা উন্নত শহরের মতো হয়ে যায়। কোথাও যানজট নেই, বাসেও ভিড় নেই।”

আমিনবাজার থেকে যাত্রাবাড়ীগামী যাত্রী রাকিবুল ইসলাম জানান, “যেখানে সাধারণ দিনে এক ঘণ্টা লাগে, আজ মাত্র ১৫ মিনিটেই কল্যাণপুর পৌঁছেছি। শহরটা সব সময় এমন থাকলে কত সময় বাঁচতো!”

শ্যামলীতে বোনের বাসা থেকে ফিরছিলেন মো. আনিস। তিনি বলেন, “গাড়ি একটু দেরিতে পেলেও যাত্রাটা খুব সহজ ছিল। শহর ফাঁকা থাকলে চলাফেরা করতে ভালোই লাগে।”

পরিবহন শ্রমিকদের মাঝেও স্বস্তি
মৌমিতা পরিবহনের সহকারী খোরশেদ আলম বলেন, “গত দুদিন যাত্রী ছিল না। আজ যাত্রী কিছুটা বেড়েছে। যানজটও পাইনি কোথাও।”

গাবতলী লিংক পরিবহনের সহকারী মো. হাফিজুল জানান, “যাত্রী এখনও কম, তাই মালিক সব গাড়ি ছাড়েননি। তবে আগের দিনের তুলনায় আজ ভালো।”

ছুটি চলবে ১৪ জুন পর্যন্ত
ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত বুধবার। এরপর থেকে শুরু হয়েছে টানা ছুটি, চলবে ১৪ জুন পর্যন্ত। এ ছুটিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে চলে গেছেন। ফলে ফাঁকা ঢাকার রাস্তায় মিলছে ভোগান্তিহীন যাত্রার স্বস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *