ঈদের ফিরতি যাত্রায় ট্রেনযাত্রীদের মাস্ক পরার অনুরোধ

পবিত্র ঈদুল আজহার পর ট্রেনে ফিরতি যাত্রার সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রোববার (৮ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে কোভিড-১৯ সংক্রমণের হার বেড়েছে। এ পরিস্থিতিতে জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে ঈদের পর ট্রেন ভ্রমণের সময় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পরার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *