ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরসহ আশপাশের গ্রামগুলোতে কোরবানির পশুর চামড়া বিক্রি হচ্ছে পানির দামে। কোথাও কোথাও চামড়ার কোনো ক্রেতাই দেখা যায়নি। কেউ এলেও গরুর চামড়া কিনছেন মাত্র ১৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকায়। খাসির চামড়া নেওয়ার আগ্রহ তো নেই-ই।
এতে হতাশ কোরবানিদাতারা। আশানুরূপ দাম না পেয়ে কেউ চামড়া দান করেছেন স্থানীয় মাদরাসায়, আবার কেউ কেউ মাটিতে পুঁতে দিয়েছেন।
আখাউড়ার পৌর শহরের বাসিন্দা রহমত বলেন, “চামড়া কিনতে কেউ আসেনি। ভাবছি মাদরাসায় দিয়ে দেব।”
স্থানীয় খড়মপুর মাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম অভিযোগ করে বলেন, “চামড়া ক্রেতারা সম্ভবত সিন্ডিকেট করে দাম কমাচ্ছে। পরে ঠিকই কম দামে কিনবে। এতে গরিবদের হক নষ্ট হচ্ছে।”
এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম বলেন, “সরকার এ বছর চামড়ার ভালো দাম নির্ধারণ করেছে। কেউ ইচ্ছাকৃতভাবে দাম কারসাজি করলে তথ্য-প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”