দীর্ঘদিনের ‘পতৌদি ট্রফি’ বদলে আসছে ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে ২০ জুন থেকে। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজ ঘিরে ইতোমধ্যে আলোচনার ঝড়। তার আগেই এসেছে বড় এক খবর—এই সিরিজের ট্রফির নামকরণ হতে যাচ্ছে দুই দেশের ক্রিকেট কিংবদন্তির নামে।

বিবিসি স্পোর্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকার এবং ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের নামেই নামকরণ করা হচ্ছে এই নতুন ট্রফির। সিরিজের নাম হবে “টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি”।

সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে লিডসের হেডিংলি স্টেডিয়ামে, ২০ জুন থেকে। ধারণা করা হচ্ছে, সেখানেই আনুষ্ঠানিকভাবে এই ট্রফির পর্দা উন্মোচন করা হবে। যদিও এখনো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

উল্লেখযোগ্যভাবে, ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ এতদিন পরিচিত ছিল ‘পতৌদি ট্রফি’ নামে, যা প্রথম চালু হয় ২০০৭ সালে। তার আগেও ১৯৩২ সাল থেকে দুই দেশের মধ্যে টেস্ট প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। তবে এবার কয়েক দশকের সেই পরিচিত নামটি বদলে যেতে চলেছে।

এই উদ্যোগ দুই দেশের ক্রিকেট ইতিহাসে অবদান রাখা কিংবদন্তিদের সম্মান জানাতে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *