করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে

ঢাকায় করোনায় ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১টি নমুনা পরীক্ষায় নতুন করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনের শরীরে। মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৫০০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *