তিন দিনে প্রবাসী আয় ৭৩৬৮ কোটি টাকা, রেমিট্যান্সে চাঙা

চলতি জুন মাসের প্রথম তিন দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৬০ কোটি ৪০ লাখ ডলার, যা টাকায় প্রায় ৭৩৬৮ কোটি ৮০ লাখ (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। আজ বৃহস্পতিবার (৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১১১.৬০ শতাংশ। ২০২৪ সালের জুনের প্রথম তিন দিনে আয় ছিল ২৮ কোটি ৫০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু (১ জুলাই) থেকে ৩ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৮১১ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ২১৬৫ কোটি ৯০ লাখ ডলার, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ২৯.৮০ শতাংশ।

চলতি বছরে মাসভিত্তিক প্রবাসী আয়, জানুয়ারি: ২১৮ কোটি ৫২ লাখ ডলার, ফেব্রুয়ারি: ২৫২ কোটি ৭৬ লাখ ডলার, মার্চ: ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার, এপ্রিল: ২৭৫ কোটি ২৩ লাখ ডলার, মে: ২৯৬ কোটি ৯৫ লাখ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *