ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

ঈদে টানা ১০ দিনের ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘অর্থনীতি স্থবির হওয়ার কোনো সুযোগ নেই।’

বুধবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন বলেন, ‘ব্যবসায়ীরা তাদের মতো করে ব্যবসা করবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোন কোন দিন কোথায় ব্যাংক খোলা থাকবে, গরুর হাটে কীভাবে সেবা দেওয়া হবে—তা নির্ধারণ করা হয়েছে।’

আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ঈদ বা বড়দিনে অনেক বেশি ছুটি থাকে। নেপালে দুর্গাপূজার সময় ৩০ দিন ছুটি থাকে, তবুও তাদের দেশ চলে। বাংলাদেশেও চলবে, কোনো সমস্যা হবে না।’

বাজেট নিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা বাজেট ঘোষণা করেছি। আগামী দিনের কর্মপন্থা অনুযায়ী কাজ চলবে। বাজেট বিষয়ে ১৯ জুন পর্যন্ত মতামত গ্রহণ করা হবে। ২২ জুন মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য তা উপস্থাপন করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মতামত তো একদিনেই আসে না, তা আগে থেকেই আসতে শুরু করেছে। তিন দিনে যথেষ্ট অগ্রগতি সম্ভব।’

বাজেটে দরিদ্র মানুষের জন্য সুখবর আছে কিনা— এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘সুখবর অবশ্যই আছে। বাজেটের কোথায় কোথায় পরিবর্তন হয়েছে, সেগুলো খেয়াল করলে বোঝা যাবে।’

তিনি আরও বলেন, ‘বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির জায়গা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *