শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সালাহউদ্দিনের অভিযোগ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নিজেকে গুম করার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন। মঙ্গলবার (৩ জুন) তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এ অভিযোগপত্র জমা দেন।

অন্য অভিযুক্তরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও ডিবির সাবেক ডিসি মনিরুল ইসলাম।

এ সময় সালাহউদ্দিনের সঙ্গে বিএনপির আইনজীবীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, নাসির উদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মাকসুদ উল্লাহ, ও সামসুল ইসলাম মুকুল।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন। পরে ৬২ দিন পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাকে উদ্ভ্রান্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ। তাকে ভারতের ফরেনার্স অ্যাক্টে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে আদালত তাকে খালাস দেন। পরবর্তী আপিলেও খালাস পেলে ২০২৩ সালে দেশে ফিরতে আবেদন করেন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ২০২৩ সালের ১১ আগস্ট দেশে ফেরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *