বাণিজ্য অস্থিরতার মধ্যেও ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

বিশ্বজুড়ে শুল্ক অস্থিরতা ও বাণিজ্য উত্তেজনা চলাকালেও তৈরি পোশাক রপ্তানিতে দৃঢ় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এই প্রতিকূল পরিস্থিতিতে শিল্পের টেকসই উন্নয়ন ও উদ্ভাবনকে ভবিষ্যতের প্রধান ভিত্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১২ মে) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া দুই দিনব্যাপী ডেনিম এক্সপোর সেমিনারে এ মন্তব্য করেন তারা। এক্সপোর ১৮তম আসরে বিশ্বের ১৩টি দেশের ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, স্পেন, ইতালি, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

সেমিনারে জানানো হয়, বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে। এলডিসিভুক্ত দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ‘এভরিথিং বাট আর্মস (ইবিএ)’ ও ‘জেনারালাইজড স্কিম অব প্রেফারেন্স (জিএসপি)’ সুবিধায় বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। তবে ২০২৬ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার পর এই সুবিধা অব্যাহত থাকবে না। যদি বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধা অর্জনে ব্যর্থ হয়, তবে ২০২৯ সাল থেকে ইউরোপে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ হারানোর আশঙ্কা রয়েছে। অথচ দেশের মোট পোশাক রপ্তানির ৫০ দশমিক ১৫ শতাংশই ইউরোপীয় বাজারে যায়।

এ আয়োজনে দুটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমদিন হয়েছে ‘ওয়াশিং প্রক্রিয়ার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ডেনিম শিল্পের অগ্রগতি’ বিষয়ে আলোচনা। দ্বিতীয় দিনে আলোচনা হবে বাংলাদেশের ডেনিম খাতে ট্রেসেবিলিটি নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *