তুরস্কে পুতিনের অপেক্ষায় থাকবেন জেলেনস্কি, যুদ্ধবিরতির আহ্বান

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, বৃহস্পতিবার (১৫ মে) তিনি তুরস্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত আছেন। একইসঙ্গে তিনি অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

রোববার দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘প্রাণহানি বন্ধে আর দেরির সুযোগ নেই। আমি তুরস্কে পুতিনের অপেক্ষায় থাকবো। আমরা আগামীকাল থেকেই যুদ্ধবিরতির প্রত্যাশা করছি।’

বিশ্লেষকদের মতে, এই বৈঠক অনুষ্ঠিত হলে তা চলমান যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ১৫ মে ইস্তাম্বুলে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।

জেলেনস্কি বলেন, ‘আমরা যে কোনো ফরম্যাটে আলোচনায় প্রস্তুত। আমি তুরস্কে থাকবো এবং পুতিনের উপস্থিতির প্রত্যাশা করছি।’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে অবিলম্বে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। তার মতে, ‘এই রক্তপাতের অবসান প্রয়োজন। ইউক্রেনের এখনই আলোচনায় বসা উচিত।’

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইউক্রেন। তবে রাশিয়া এখনো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এই যুদ্ধবিরতি ইউক্রেনকে কৌশলগত সুবিধা দেবে—এ কারণে এটি গ্রহণযোগ্য নয়।’

এর আগে ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা একযোগে ১২ মে থেকে যুদ্ধবিরতির দাবি জানালেও পুতিন এখন পর্যন্ত শুধু আলোচনার প্রস্তাব দিলেও স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি। সূত্র: দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *