অনুমতি ছাড়া এনআইডি সার্ভারে তথ্য খুঁজলে ব্যবস্থা নেবে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে সংরক্ষিত রয়েছে দেশের প্রায় ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ভোটারের তথ্য। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ সার্ভারে অনুমতি ছাড়া কেউ তথ্য অনুসন্ধান করলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি ইসির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম এই বিষয়ে নির্বাচন কমিশনের সচিবালয় ও মাঠপর্যায়ের সব কর্মচারী-কর্মকর্তাদের উদ্দেশে একটি নির্দেশনা জারি করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, কিছু সিএমএস (কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম) ব্যবহারকারী তাদের নির্ধারিত অ্যাকাউন্ট ব্যবহার করে নাগরিকদের তথ্য খুঁজে তা ব্যক্তিগত স্বার্থে অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানে সরবরাহ করছেন। এটি সম্পূর্ণ বেআইনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, সিএমএস থেকে করা প্রতিটি অনুসন্ধানের তথ্য—যেমন কে, কখন, কোন অ্যাকাউন্ট থেকে তথ্য খুঁজেছে—তা সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকে। ফলে অননুমোদিত বা উদ্দেশ্যপ্রণোদিত অনুসন্ধান শনাক্ত করা সম্ভব। এমন কর্মকাণ্ড প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবে না কমিশন।

এ কারণে নির্বাচন কমিশন সকল সিএমএস অ্যাকাউন্ট হোল্ডারকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

বর্তমানে বিভিন্ন ধরনের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় এই তথ্য ব্যবহার করা হলেও, তা যেন একমাত্র দায়িত্বপ্রাপ্ত ও অনুমোদিত কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমেই হয়, সেটি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *