শাকিব প্রসঙ্গে তুলতেই ক্ষেপে গেলেন প্রযোজক মোহাম্মদ ইকবাল

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক মোহাম্মদ ইকবাল। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘এখন তো মুভি নিয়ে অনেক চিন্তা করতে হয় কারণ মোবাইলে এখন হলিউড বলিউডের সবকিছু দেখতে পাওয়া যায়। এখন গতানুগতিক বাংলা ছবি ওইভাবে চলবে না।’

‘সিনেমার পার্থক্য যদি এখান বলে দেই তাহলে দর্শক কেন হলে যাবে কয়েকটা দিন পরে বলি।’ এরপর শাকিব প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মেগাস্টার কে? এসব ফালতু কথা আমার সামনে বলবেন না।’

তার কথায়, ‘১০ টা হল থাকে নাকি ২০ টা হল ঈদের সময় একহাজার হল খুলে এসে কেউ বলতে পারবে না এই বাংলাদেশের মেগাস্টার বা সুপারস্টার।’

‘অনেকে অনেক কিছু মনে করে যে সত্য কথাটা বলতে চাইলেও পারে না আমি যেটা সাহস করে সত্য কথা বলছি।’

ইকবালের ভাষ্য, ‘একটা বিবেক নিয়ে আমি কথা বলছি যে বাংলাদেশের সিনেমা যদি ভালো অবস্থান থাকতো তো সিনেমা হল বাড়তো, দিন দিনে কমে কেন। আমি এফডিসির কোন মানুষই বলবে না যার জায়গা সেতো চাইবে তার পাবলিসিটি তার স্ট্যান্ডবাজি করতে এখন পাবলিক যেটাকে গ্রহণ করে নিয়েছে।’

প্রসঙ্গত, অনন্ত-বর্ষাকে নিয়ে ‘কিল হীম’ ছবিটি দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে মোহাম্মদ ইকবালের। পরিচালক হিসেবে প্রথম সিনেমা ‘কিল হিম’ মুক্তি পর বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *