কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল খুলবে ২ মে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে সিন্ডিকেট সভায় আগামী ২ মে থেকে আবাসিক হলগুলো খোলার এবং ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংঘটিত ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনটি সিলগালা অবস্থায় সিন্ডিকেটে উপস্থাপন করা হয় এবং তা গৃহীত হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া, পরবর্তী পদক্ষেপের জন্য তদন্ত প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *