ভারতীয়দের হজযাত্রায় ধাক্কা: কোটা ৮০ শতাংশ কমাল সৌদি আরব

ভারতীয় হজযাত্রীদের জন্য বরাদ্দ বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ হ্রাস করেছে সৌদি আরব। গত ১২ এপ্রিল দেশটি এ সিদ্ধান্ত নেয়।

জম্মু ও কাশ্মিরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৩ এপ্রিল) এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বার্তায় ওমর আব্দুল্লাহ বলেন, এই সিদ্ধান্তের ফলে চলতি বছর হাজার হাজার ভারতীয় মুসলিমের হজযাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে। এরই মধ্যে ৫২ হাজারের বেশি হজপ্রত্যাশী সব ধরনের পেমেন্ট সম্পন্ন করেছেন।

তবে, সৌদি আরব কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ভারতের কেন্দ্রীয় সরকার থেকেও এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রসঙ্গত, ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ পালন করতে প্রতি বছর লাখ লাখ মুসলিম সৌদি আরবে যান। ভারত থেকে সরকারি ও বেসরকারি—দুই কোটায় হজযাত্রী পাঠানো হয়। তবে এবার বেসরকারি কোটায় কাটছাঁট হলেও সরকারি কোটায় কোনো পরিবর্তন হয়নি। সূত্র: মিন্ট, হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *