আমরা চাই রাষ্ট্রের নবায়ন হোক: নাহিদ ইসলাম

নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নববর্ষ মানে শুধু ব্যক্তিগত হালখাতা নয়, রাষ্ট্রেরও নবায়ন হওয়া উচিত। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই নবায়নের সূচনা হয়েছে।

আজ সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনের নেভি গলিতে ‘এনসিপি বৈশাখ উদযাপন ১৪৩২’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র যদি গুণগত ও মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে না যায়, যদি সেই একই কাঠামো থেকে যায়, তাহলে আমাদের জুলাই বিপ্লব ব্যর্থ হবে। এই বিপ্লব কেবল ব্যক্তি বা দল পরিবর্তনের জন্য নয়—এটি একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার দাবি জানায়। এটি ইনসাফভিত্তিক সমাজ, ন্যায়বিচারের অধিকার এবং রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের দাবি।

তিনি বলেন, আমরা দেখছি, ফ্যাসিবাদবিরোধী সব শক্তি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সমভাবে ধারণ করছে না। অথচ আমরা সেই সময়েই বলেছিলাম, এই বিপ্লবের লক্ষ্য শুধু শাসক পরিবর্তন নয়—রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার।

নাহিদ ইসলাম আরও বলেন, নাগরিক পার্টি বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে রেখে এগোচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যেই বিচার এবং সংস্কারের কার্যক্রম দেখতে চাই। সরকারের কাছে এই রোডম্যাপ চেয়েছি। সংস্কারের ধারাবাহিকতা নিশ্চিত করতে পারলেই জাতিগত নবায়নের পথ সুগম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *