জুলাই গণহত্যা: অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদীতে গুলি চালানোর ঘটনায় দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরী এবং নরসিংদীর জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এর আগে, গতকাল রোববার রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। আজ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

গত বছরের জুলাই ও আগস্টে নরসিংদীতে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়িত্বে ছিলেন অনির্বান চৌধুরী। পরে তিনি ৭ অক্টোবর রাঙামাটিতে যোগ দেন। অন্যদিকে, ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালের ১৮ জুলাই, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে নরসিংদীতে অনুষ্ঠিত এক বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূইয়া। তার মৃত্যুর প্রতিবাদে লাশ নিয়ে মিছিল করতে গেলে আবারও গুলি চালানো হয়, এতে আরও একজন নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘জুলাই গণহত্যা’ নামে মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *