নরসিংদীতে ধর্ষকের বাড়িতে আগুন, পুড়িয়ে দিলো এলাকাবাসী

নরসিংদীর শিবপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া নারায়ণ চন্দ্র পালের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে অভিযুক্তকে কুমিল্লা থেকে আটক করে র‍্যাব-১১। আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে ১২ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে নারায়ণ চন্দ্র পালের (৫০) বিরুদ্ধে। তিনি কুন্দারপাড়া কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে। পরদিন কিশোরীর বাবা শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, যে ঘরটিতে আগুন দেওয়া হয়েছে, সেটি আসলে অভিযুক্ত নারায়ণের ভাই নেপালের ঘর। এলাকাবাসী ঘর চিহ্নিত করতে না পারায় ভুলক্রমে সেই ঘরটিতে আগুন দেয়। এতে নেপালের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে, তবে নারায়ণের নিজ বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আরটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *