বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট সেবা চালু, গতি ১২০ এমবিপিএস

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। বিশ্বের শীর্ষ ধনী উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটির এই সেবা বুধবার (৯ এপ্রিল) পরীক্ষামূলকভাবে চালু করা হয় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে।

আয়োজকরা জানান, পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে সম্মেলনের ভেন্যুতে উপস্থিত সবাই স্টারলিংকের ইন্টারনেট বিনামূল্যে ব্যবহার করতে পারছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত থাকে।

স্টারলিংকের ইন্টারনেট সেবা প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। সম্মেলনে আগত অতিথি ও দর্শনার্থীরা সরাসরি স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা নিচ্ছেন।

বিএসসিএলের কর্মকর্তারা জানান, ৭ এপ্রিল থেকে সেবা চালুর প্রস্তুতি শুরু হয়। আজ থেকে তা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। তবে বাণিজ্যিকভাবে চালুর বিষয়ে এখনো সরকার বা স্টারলিংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পরীক্ষামূলক সেবায় ইন্টারনেটের ডাউনলোড স্পিড ছিল ১০০ থেকে ১২০ এমবিপিএস পর্যন্ত। সম্মেলনস্থলে ব্যাপক আগ্রহ থাকায় ব্যবহারকারীর চাপ বেড়ে যায় এবং কিছু ক্ষেত্রে গতি ওঠানামা করে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএসসিএলের সহকারী ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম জানান, চারটি টার্মিনালের মাধ্যমে পাঁচটি ওয়াই-ফাই সংযুক্ত করে সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি রাউটারে একসঙ্গে ৭০ থেকে ১০০ জন ব্যবহারকারী সংযুক্ত থাকতে পারছেন।

বর্তমানে মালয়েশিয়ার গেটওয়ে স্টেশন ব্যবহার করে এই সেবা চালু রাখা হয়েছে। তবে দেশে বাণিজ্যিকভাবে চালুর জন্য বিটিআরসির অনুমোদন অনুযায়ী নিজস্ব গেটওয়ে স্থাপন করতে হবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ২৯ মার্চ স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দেয়, যার ফলে প্রতিষ্ঠানটি ৯০ কার্যদিবসের মধ্যে কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে। তবে পূর্ণাঙ্গ বাণিজ্যিক সেবা চালুর জন্য বিটিআরসির এনজিএসও লাইসেন্স প্রয়োজন, যার অনুমোদন প্রক্রিয়া চলমান।

বাংলাদেশে স্টারলিংকের সম্ভাব্য সেবামূল্য এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে আন্তর্জাতিকভাবে স্টারলিংক কিট (স্যাটেলাইট ডিশ, রাউটার ইত্যাদি) এর দাম ৩৪৯-৫৯৯ ডলার; বাংলাদেশে যার সম্ভাব্য মূল্য হতে পারে ৬০-৭০ হাজার টাকা। এ ছাড়া, প্রতিমাসে সাবস্ক্রিপশন ফি হতে পারে ১২-১৭ হাজার টাকা।

বিএসসিএলের মুখপাত্র ওমর হায়দার বলেন, আমরা স্টারলিংকের সঙ্গে কাজ শুরু করেছি। আমাদের গ্রাউন্ড স্টেশন, কারিগরি দক্ষতা এবং স্যাটেলাইট পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে। সরকার চাইলে খুব দ্রুত বাণিজ্যিকভাবে সেবা দেওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *