জামিনের পর মারধরের শিকার সাবেক এমপি আবারও কারাগারে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাড়াশ থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক এমপি আজিজকে আদালতে সোপর্দ করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন আব্দুল আজিজ। তবে কারামুক্তির পরই জেলা কারাগার চত্বরে ছাত্র-জনতার হাতে মারধরের শিকার হন তিনি।পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, সাবেক এমপিকে নিরাপত্তার স্বার্থে থানায় রাখা হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার হন ডা. আব্দুল আজিজ। জামিনে মুক্তির মাত্র ১৬ ঘণ্টা পর তিনি আবারও কারাগারে ফিরলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *