ভিনিসিয়ুসের পেনাল্টি মিসের পর রিয়ালের হার

সান্তিয়াগো বার্নাব্যুতে ১৭ বছর পর আবারও ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরে বসেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ৩০তম রাউন্ডের ম্যাচে রিয়ালকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে ভ্যালেন্সিয়া। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিস এবং ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জর্জি মামারদিশভিলির দুর্দান্ত পারফরম্যান্স মূল ভূমিকা পালন করেছে রিয়ালের হারতে।

ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায়, কিন্তু ভিনিসিয়ুসের দুর্বল শট সহজেই রুখে দেন মামারদিশভিলি। পাঁচ মিনিট পর, ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার দিয়াখাবি দুর্দান্ত এক হেডে গোল করেন। ১-০ তে পিছিয়ে পড়া রিয়াল দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে। লুকা মদরিচের কর্নার থেকে পাস পেয়ে গোল করেন ভিনিসিয়ুস। তবে ম্যাচের শেষের দিকে, যোগ করা সময়ে উগো দুরো রাফা মিরের ক্রস থেকে গোল করে ভ্যালেন্সিয়াকে জয় এনে দেন।

এই হারের ফলে রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে আরও পেছনে চলে গেছে। ৩০ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ছিল ৬৩, আর বার্সেলোনা বেটিসকে হারালে লিড পেতে পারত। তবে বেটিস-বার্সা ম্যাচ ড্র হওয়ায়, আপাতত রিয়াল ৪ পয়েন্ট পিছিয়ে লা লিগার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *