শচীন কন্যা সারা এবার ক্রিকেট দলের মালিক!

নতুন ভূমিকায় দেখা গেল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারকে। ক্রিকেটের সঙ্গে এবার ভিন্নভাবে যুক্ত হলেন তিনি। তবে মাঠের নয়, বরং ই-স্পোর্টসের ক্রিকেট দলের মালিক হয়েছেন সারা।

তিনি মালিকানা নিয়েছেন ‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বাই দলের। জনপ্রিয় মোবাইল গেম ‘রিয়াল ক্রিকেট’-এর মাধ্যমে আয়োজিত এই লিগ ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রথম মৌসুমে ২ লাখ প্রতিযোগী অংশ নিলেও দ্বিতীয় মৌসুমে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ১০ হাজারে। ধারণা করা হচ্ছে, তৃতীয় মৌসুমে এই সংখ্যাটা আরও বাড়বে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সারা টেন্ডুলকার বলেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের রক্তে মিশে আছে। ই-স্পোর্টস খুবই আকর্ষণীয়, আর গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের দলের মালিক হতে পারা আমার জন্য স্বপ্নপূরণের মতো। আমি নতুন প্রতিভাদের সঙ্গে কাজ করতে এবং একটি শক্তিশালী দল গড়ে তুলতে চাই।’

ই-ক্রিকেট লিগটি সম্প্রচার করা হয় বিভিন্ন প্ল্যাটফর্মে, যার মধ্যে রয়েছে জিও সিনেমা, স্পোর্টস ১৮, স্টার স্পোর্টস। এবার ধারণা করা হচ্ছে, হটস্টারেও দেখা যাবে এই লিগের ম্যাচগুলো।

টেন্ডুলকার পরিবারের সদস্যরা বরাবরই ক্রিকেটের সঙ্গে যুক্ত। শচীন এখনও লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নেন এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকা পালন করেন। সারার ভাই অর্জুন টেন্ডুলকারও পেশাদার ক্রিকেটার, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেন এবং গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নেন। এবার পরিবারের আরও একজন যুক্ত হলেন ক্রিকেটের সঙ্গে, তবে একদম নতুনভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *