অবৈধ সম্পদ: শেখ হাসিনার বিশেষ সহকারী গোলাপের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বুধবার (১৯ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, গোলাপ সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন, যার বাংলাদেশি মুল্য ৩২ কোটি টাকা।

মামলার এজাহারে বলা হয়, গোলাপের দখলে রয়েছে ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তার ৫১টি ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে ৯৭ কোটি টাকা রয়েছে।

এর আগে, গত ১৯ জানুয়ারি, গোলাপ, তার স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। এর পাশাপাশি তাদের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।

গত বছরের ২৫ আগস্ট, পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে গোলাপকে গ্রেফতার করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা।

২০১৮ সালে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর, তিনি ২০২৩ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *