স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তিনি বুধবার (১৯ মার্চ) ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়টি পরিষ্কার করেন।
আসিফ মাহমুদ বলেন, এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে, এবং নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর।
তিনি আরো যোগ করেন, জনগণের দৈনন্দিন সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি, কেননা সিটি, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদসহ ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় সেবা প্রদানে ব্যাঘাত ঘটছে।
স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, প্রশাসক নিয়োগের বিষয়ে সরকারের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধির মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনাই সবচেয়ে কার্যকরী পথ।