আ. লীগের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ যা বললেন

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা নির্বাচনে আওয়ামী লীগকে চায় না। সোমবার (১৭ মার্চ) এই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা আমরা চাই না। দলটির ভেতরে যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি একটি মধ্যপন্থি রাজনৈতিক দল, যা তরুণ প্রজন্মসহ সমাজের সব শ্রেণির জন্য কথা বলার সুযোগ তৈরি করতে চায়। আমাদের লক্ষ্য একটি গণপরিষদ গঠনের মাধ্যমে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠা করা এবং নতুন একটি সংবিধান প্রবর্তন করা।

নাহিদ জানান, আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার নির্বাচন নয়। আমরা পূর্ববর্তী সরকারের অপরাধীদের বিচারের আওতায় আনা, স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং গণপরিষদ গঠনের দিকে মনোযোগ দিচ্ছি।

জামায়াতে ইসলামী দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে নাহিদ স্পষ্টভাবে জানান, এনসিপি এবং জামায়াতে ইসলামী সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের এজেন্ডাও ভিন্ন। আমাদের মধ্যে কোনো সংযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *