প্রায় ১৭ দিনের বিরতির পর কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমারের মংডু শহরে আবারও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এতে কেঁপে উঠেছে এপারের সীমান্তবর্তী এলাকার বাড়িঘর ও স্থাপনা। বিস্ফোরণের পর মংডু শহরে আগুনের কুন্ডলী দেখা গেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সোয়া ৮টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেইল্ল্যারবিল ও আছারবনিয়া সীমান্তের ঠিক ওপারে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাবরাং ইউপির সদস্য শরীফ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিস্ফোরণের এই ঘটনায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দু সালাম জানান, তারাবির নামাজের প্রস্তুতির সময় আকস্মিক এই শব্দে এপারের বাড়িঘর কেঁপে ওঠে।
এ বিষয়ে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দীন জানান, ঘটনার পরপরই বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। তবে বিজিবি ও কোস্টগার্ডের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার প্রধান আতাউল্লাহ জুনুনীর গ্রেপ্তারের খবরের পরই এ বিস্ফোরণের ঘটনা ঘটলো, যা সীমান্তের পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।