মানুষের কল্যাণে কাজ করুন, উপদেষ্টাদের রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগস্টের যে চূড়ান্ত আন্দোলন, তা ১৫ বছরের গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই ১৫ বছরে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমনসহ অনেক নেতার অনুপস্থিতি সত্ত্বেও এই আন্দোলন চলতে থাকবে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ধর্ষণের বিচার দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী আরো বলেন, উপদেষ্টাদের বলব, যতদিন আছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করুন। তিনি বলেন, মিনিকেট চালের দাম ৮৫ টাকা হয়ে গেছে, অন্যদিকে পাইজাম চাল ৫৬/৫৭ টাকায় বিক্রি হচ্ছে, এসব বিষয়েও তাদের নজর দেওয়া উচিত।

তিনি আরও অভিযোগ করেন যে, একটি গোষ্ঠী বিএনপির ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই-আগস্টের আন্দোলন মধ্যে বিভাজন রেখা তৈরি করতে চায়।

রিজভী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে উল্লেখ করে বলেন, আপনার ওপর মানুষের বিশ্বাস আছে। আমাদের বিশ্বাস, আপনার হাত দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *