জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে রাজনৈতিক নেতারা যা বললেন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বর্তমানে চার দিনের সফরে বাংলাদেশে রয়েছেন। সফরের তৃতীয় দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (১৫ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠক শেষে রাজনৈতিক নেতারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার অবশ্যই করতে হবে, তবে সেটি দ্রুত শেষ করে নির্বাচনের বিষয়ে আলোচনা করতে বলেছি। তিনি আরও বলেন, বাকি বিষয় সংসদে সমাধান করা যেতে পারে, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার এবং নির্বাচন কীভাবে হবে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জাতিসংঘ মনে করে, এই বিষয়গুলো দেশের জনগণকেই নির্ধারণ করতে হবে। তিনি জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে বাংলাদেশের একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকারের বিষয়ে আশাবাদ প্রকাশের কথা জানান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, তারা সুষ্ঠু নির্বাচন, টেকসই গণতন্ত্র এবং জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেছেন এবং জাতিসংঘ মহাসচিব সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কারের মৌলিক ভিত্তি বর্তমান সরকারের আমলেই তৈরি করতে হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সংস্কার অপরিহার্য।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জাতিসংঘের সহায়তায় ১৯৭১ সালের জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মানদণ্ডে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।

আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে দেওয়া সুপারিশ বাস্তবায়নে সংস্থাটির সাহায্য প্রয়োজন। এখনও জাতিসংঘের তিনটি প্রতিষ্ঠানে শেখ হাসিনার আত্মীয়রা কাজ করছেন।

বৈঠকে জামায়াতের ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় ঢাকা পৌঁছান। পরদিন তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *