সৌদি আরবের রাজধানী রিয়াদে গত সপ্তাহে ইউক্রেনের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্র ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেয় রাশিয়াকে। এই প্রস্তাবে রাজি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, “আমরা যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি। তবে এই বিরতি যেন দীর্ঘমেয়াদি শান্তিতে রূপ নেয় এবং দ্বন্দ্বের আসল কারণ দূর করে, সেটি নিশ্চিত করতে হবে।”
এর আগে, রাশিয়ার শীর্ষ পররাষ্ট্র নীতি কর্মকর্তা ইউরি উসাকোভ যুদ্ধবিরতির বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, “৩০ দিনের যুদ্ধবিরতি ইউক্রেনীয় সেনাদের জন্য একটি স্বস্তির সুযোগ তৈরি করবে, যা আমাদের স্বার্থের পরিপন্থী। আমরা দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির পক্ষে।”
তবে পুতিনের আনুষ্ঠানিক সমর্থনের পর রাশিয়ার অবস্থান কিছুটা নমনীয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন, যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধের সূত্রপাত ঘটায়। (সূত্র: রয়টার্স)