ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার পর বারডেম হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

গত ৬ মার্চ দুপুরে সুস্থ অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলার পর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে তিনি হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) নেওয়া হয়। সেখানে পরীক্ষায় জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ছিলেন। ২০০৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ২০১৭ সালে দায়িত্ব শেষ করেন। এরপর তিনি আবারও বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০২০ সালের জুন মাসে অবসর গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *