জেমকন গ্রুপের মালিক ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও তাঁর পরিবারের নামে থাকা ৩৬টি কোম্পানির ৪ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের অভিহিত মূল্য ৬০ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক রেজাউল করিম আদালতে আবেদনে উল্লেখ করেন, অভিযুক্তরা এসব শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন, যা তদন্ত ও বিচার প্রক্রিয়ার জন্য বাধা হতে পারে। এর আগে ১৮ ফেব্রুয়ারি আদালত কাজী নাবিল আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে জেমকন গ্রুপের মালিকপক্ষ ও তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩৬টি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
শেয়ার অবরুদ্ধ হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—ক্যাস্টল কনস্ট্রাকশন, জেমকন লিমিটেড, কাজী অ্যান্ড কাজী টি স্টেট, চার্কা স্টিল, করোতোয়া টি স্টেট, জেমকন ফুড, জেমকন সিটি, বাংলা ট্রিবিউনসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা অবৈধভাবে অর্জিত সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন, যা তদন্ত ও বিচার প্রক্রিয়ার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। আদালত এই আদেশের মাধ্যমে ওই শেয়ার থেকে উদ্ভূত সকল মুনাফাও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।