‘মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু’

আগামী সাত দিনের মধ্যে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমরা আশা করছি সাতদিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। অতীতে ধর্ষণ মামলায় দ্রুত বিচার সম্পন্ন হওয়ার নজির আছে, এবারও দ্রুততম সময়ে বিচার কাজ শেষ করা হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, বিশেষ ব্যবস্থায় আজকেই ময়নাতদন্ত সম্পন্ন করা হবে এবং প্রতিবেদন দ্রুত পাওয়া যাবে। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন আকারে হাতে আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাগুরায় যৌন নির্যাতনের শিকার আট বছর বয়সী শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর এক শোকবার্তায় জানান, প্রধান উপদেষ্টা আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

শোকবার্তায় বলা হয়, “শিশু আছিয়ার নৃশংস হত্যাকাণ্ড আমাদের ব্যথিত করেছে। সরকার এ ঘটনার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”

এদিকে, মাগুরার এই নৃশংস ঘটনায় ইতোমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন, মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হবে এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *