লক্ষ্মীপুরে রমজান মাসে রোজা না রাখা কয়েকজনকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ অবশেষে ক্ষমা চেয়েছেন।
বুধবার (১২ মার্চ) রাতে পুলিশের হস্তক্ষেপে সদর থানার এলাকায় একটি ভিডিও বার্তায় তিনি ভুক্তভোগী দুজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান। ভিডিওতে মুনছুরুল হক ও মো. সাজুকে জড়িয়ে ধরে দুঃখ প্রকাশ করেন আজিজ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আরেক ভুক্তভোগীকে ভিডিওতে দেখা যায়নি।
ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় হোটেলে গিয়ে কয়েকজনকে রোজা রাখার কথা বলি। কিন্তু যেভাবে তাদের সঙ্গে আচরণ করেছি, তা অন্যায় ও অপরাধ। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাই। এ ধরনের কাজের পুনরাবৃত্তি আর কখনও করব না।
গতকাল দুপুরে সদর থানার থানা রোড এলাকায় এক হোটেলে লাঠি হাতে অভিযান চালান বণিক সমিতি নেতা আজিজ। কয়েকজন যুবক ও বৃদ্ধকে হোটেল থেকে বের করে এনে প্রকাশ্যে কান ধরে ওঠবস করান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
রাতে সদর থানা পুলিশ আজিজকে আটক করে।
ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজু জানান, তারা রোজা রাখেননি, আর আজিজ তাদের শাস্তি দিয়েছেন। তবে আজিজ ক্ষমা চাওয়ায় তারা তাকে ক্ষমা করে দিয়েছেন। তারা তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবেন না। কেউ তাদের আইনি ব্যবস্থা না নিতে প্ররোচনা দেয়নি বলেও জানান তারা।
সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ঘটনার পর আজিজকে থানায় ডেকে আনা হয় এবং ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলা হয়। কেউ অভিযোগ না করায় এবং আজিজ প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যদি কোনো ভুক্তভোগী অভিযোগ করেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।